#কলকাতা : বর্বরতার চরম সীমা অতিক্রান্ত! এরকম ঘটনাও কোনও মানুষ ঘটাতে পারে? দক্ষিণ কলকাতা হরিদেবপুরে চাঞ্চল্যকর ঘটনা | রাস্তা সারমেয়দের এনে ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে অচৈতন্য করে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক | ধৃতের নাম রঞ্জন বারুই | মাসখানেক ধরে এমন চলছে বলে অভিযোগ |পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে স্থানীয় এক যুবক রাস্তার সারমেয়দের ধরে বাড়িতে নিয়ে এসে যৌন অত্যাচার চালাত বলে অভিযোগ |
স্থানীয় পশুপ্রেমী সমক চট্টোপাধ্যায় ও তিতাস মুখোপাধ্যায় তারা খবর পেয়ে বেশ কয়েকদিন ধরে ওত পেতে থাকে | তাদের বক্তব্য, ‘রাতের বেলায় সারমেয়দের ধর্ষণ করছে এমন বেশ কিছু ছবি ক্যামেরাবন্দী করা আছে | এই ঘটনা পর প্রায় ২০ টা সারমেয় মারা গিয়েছে পাড়ায় |’
মঙ্গলবার সকালে পশুপ্রেমীরা যখন তার ঘরে ঢোকে হাতেনাতে ধরে ফেললে,দেখা যায় প্রচুর সিরিঞ্জের মধ্যে বিভিন্ন ওষুধ ও তার বিছানায় একটি ছোট্ট কুকুর নিয়ে সে শুয়ে রয়েছে | তারপর উত্তেজিত পশু প্রেমীরা তাকে মারধর করে,মুখে কালি লাগায় , মাথায় ডিম ফাটায় | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে ঘটনাস্থলে হরিদেবপুর থানা পৌছায় | পশু প্রেমীদের বক্তব্য, " এলাকায় এর মধ্যে ২০ টা কুকুর মারা গিয়েছে | এমনকি কয়েকটা আহত কুকুরদের মেডিক্যাল টেস্ট করে দেখা গিয়েছে সেই কুকুরদের উপর যৌন অত্যাচার চালানো হয়েছে|"
এলাকায় স্থানীয়দের বক্তব্য, " আতঙ্কের কারণ যে কুকুরদের সাথে এই নক্কারজনক ঘটনা ঘটায় সে এলাকার শিশুদেরও ছাড়বে না | এই অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই"| ধৃত মায়ের দাবি, "ছেলে নেশা করে | রাস্তার সারমেয় নিয়ে আসে | তাই বলে এরকম কাণ্ড ঘুন্নাক্ষরেও টের পায়নি | " অভিযুক্তকে হরিদেবপুর থানা গ্রেপ্তার করেছে | পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত নেশায় আসক্ত | মেডিকেল টেস্টের পরই ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে |"
অর্পিতা হাজরা