#কলকাতা : ভাড়া জটে সপ্তাহের প্রথম দিনেই অফিসযাত্রীদের ব্যাপক দুর্ভোগ ৷ নামল না বেশিরভাগ বেসরকারি বাস ৷ জয়েন্ট কাউন্সিলের একটিও বাস সোমবার দিন রাস্তায় নামেনি ৷ রাস্তায় শুধুমাত্র মিলছে জয়েন্ট কাউন্সিলের বাস ৷ জয়েন্ট কাউন্সিলের হাতে ৩ হাজার ৫০০ বাস রয়েছে ৷ এদিকে নেমেছে বাস মিনিবাস অ্যাসোসিয়েশনের ৫০০ বাস , তবে তাদের হাতে মোট ২০০০ বাস থাকলেও সব বাস রাস্তায় নামায়নি তারা ৷
মিনিবাস অপারেটর্সের ২৫০ বাস চলছে তাদের হাতেও রয়েছে ৮৫০ বাস কিন্তু মিনিবাস অপারেটর্সের নিজেদের অর্ধেক বাসও রাস্তায় নামায়নি ৷
এদিন নিত্যযাত্রীরা বিভিন্ন বিকল্প পদ্ধতিতে অফিসে যেতে বাধ্য হন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।