#কলকাতা: রাজ্যে করোনা হটস্পট রয়েছে সাতটি। আর এই সাতটি জায়গায় আলাদা করে করোনা মোকাবিলায় গুরুত্ব দেবে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এসে একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি আলাদা করে সেই জায়গাগুলির নাম এখনই ঘোষণা করতে চাননি। তবে জানিয়েছেন, এই হটস্পটগুলি আলাদা গুরুত্ব পাবে। এদিন সাংবাদিক বৈঠকে মমতা করোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দেন। তিনি জানান, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। গতকাল সেই সংখ্যাটা ছিল তিন। এছাড়াও, করোনা রুখে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে তা নিয়েও বিস্তারিত বলেন তিনি। অর্থনৈতিক লেনদেন চাঙ্গা রাখার জন্য কিছু কিছু এলাকায় সামান্য ছাড় দেওয়ার কথাও এদিন মমতা ঘোষণা করেন। তিনি বলেন, ফুল ব্যবসায়ী, কিষাণ মাণ্ডির যাতে কোনও অসুবিধা না হয়, সেই ব্যবস্থা করবে সরকার। তিনি এটাও বলেন যে সাধারণ মানুষের হয়ত অসুবিধা হচ্ছে, কিন্তু সেই অসুবিধা দূর করতেই সরকার এইভাবে কাজ করার কথা ভাবছে।
এদিন মমতার সঙ্গে ভিডিও কনফারেন্সে ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। তিনিও মাস্ক ব্যবহার থেকে শুরু করে হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা বলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19