#কলকাতা: করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে দেশ৷ দেশের এই লড়াইয়ে সামিল হল Senco Gold & Diamonds গোষ্ঠীও৷ প্রধানমন্ত্রী করোনা তহবিল PM-CARES ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ১ কোটি ৫০ লক্ষ টাকা দান করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস৷
সংস্থার এই আর্থিক সাহায্যের মধ্যে সেনকো গোল্ডের আড়াই হাজার কর্মীর একদিনের বেতন রয়েছে৷ রয়েছে সেনকো গোল্ডের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিদের সাহায্যও৷ সংস্থার তরফে জানানো হয়েছে, দেশ একটি মারাত্মক বিপর্যয়ের সঙ্গে লড়াই করছে৷ Senco Gold & Diamonds গোষ্ঠী সেই লড়াইয়ে সামিল৷
সংস্থার চেয়ারম্যান শঙ্কর সেনের কথায়, 'COVID19-এর বিরুদ্ধে বিশ্ব এখন একজোট হয়ে লড়ছে৷ কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার করোনা ভাইরাস ঠেকাতে লড়াই চালিয়ে অসাধারণ কাজ করছে৷ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গোষ্ঠীও সরকারের এই লড়াইয়ের শরিক হয়েছে৷ আমরা আমাদের গ্রাহক, কর্মী ও দেশের মানুষকে রক্ষার জন্য সাধ্যমতো চেষ্টা করব৷'
একই সঙ্গে সংস্থা জানিয়েছে, এই কঠিন পরিস্থিতিতেও কোনও কর্মীর বেতন কাটা হবে না৷ ১০০-রও বেশি শোরুমে কর্মরত সব কর্মীকে পুরো বেতন দেওয়া হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus Pandemic