কলকাতা: স্বাস্থ্য পরিষেবা আরও সুলভ করতে বিশেষ পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ নবান্ন সভাঘরে উৎকর্ষ বাংলার বিশেষ আলোচনা সভায় মমতা তৃণমূল স্তরে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য একাধিক ব্যবস্থা নেওয়ার কথা বললেন৷ একদিকে নার্স-দের ট্রেনিং আরও কম সময়ের মধ্যে শেষ করে যাতে বিশেষ কাজে তাঁদের ব্যবহার করা যায়, তার পরামর্শ দিলেন পাশাপাশি তিনি ডিপ্লোমা কোর্সে সাধারণ চিকিৎসার কাজের জন্য বিশেষ ধরনের চিকিৎসক তৈরির পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী৷
মমতা এদিন বলেন, ‘আমি মনে করি নার্সিংয়ের কাজ যাঁরা জানেন, যেমন ধরুন স্যালাইন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, অক্সিজেন দেওয়া, ওষুধটা দেখে ঠিক মতো রোগীর কাছে পৌঁছে দেওয়া, এটা ট্রেনিং নিতে ১৫ দিন যথেষ্ট৷ নার্সরা তো আর অস্ত্রোপচার করতে যাবেন না৷ সিনিয়র নার্স তো এখন আছেন৷ এঁদের সাপোর্ট দেওয়ার কাজ৷ তাঁদেরকে ট্রেনিং দাও৷ অনেক হাসপাতাল হয়েছে, যেখানে চিকিৎসক নেই, নার্স নেই৷’
আরও পড়ুন: ভাতের চেয়েও ভাল ‘পান্তাভাত’…? গবেষণায় চমকে দেওয়া ফল! গরমকে তুড়ি মেরে ঠান্ডা করুন পান্তায়
এর পরেই চিকিৎসকের প্রসঙ্গে আসেন মমতা৷ বলেন, ‘ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কি না দেখো৷ ইঞ্জিনিয়ারদের মতো৷ তা হলে অনেক ছেলে-মেয়ে ডাক্তারির ডিপ্লোমা কোর্সে চান্স পেতে পারে৷ যাঁরা পাঁচ বছরের পড়াশোনার পর চিকিৎসক হচ্ছে, তাঁদের অনেকটা সময় যাচ্ছে৷ পরীক্ষা দিতে হচ্ছে৷ পাশাপাশি আমরা তাঁকে জুনিয়র ডাক্তার হিসাবে কাজও করাচ্ছি৷ কিন্তু সমান্তরাল ভাবে যদি একটি ডিপ্লোমা কোর্স করা যায়৷ যেহেতু বেড বাড়ছে, হাসপাতাল বাড়ছে, তাই এটার প্রয়োজন আছে৷ যদি প্রাইমারি হেলথ সেন্টারে এদের দিয়ে কাজ করানো যায়, তা হলে আমাদের অনেক উপকার হবে বলে আমার মনে হয়৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee