হোম /খবর /কলকাতা /
ভুয়ো বিধায়ক কাণ্ডের জের, বিধানসভার নিরাপত্তায় বড়সড় পরিবর্তন!কী পদক্ষেপ নেওয়া হল?

Fake MLA| West Bengal Assembly|| ভুয়ো বিধায়ক কাণ্ডের জের, বিধানসভার নিরাপত্তায় বড়সড় পরিবর্তন! কী পদক্ষেপ নেওয়া হল?

রাজ্য বিধানসভা

রাজ্য বিধানসভা

Fake MLA Follow Up: পরিচয় পত্র ছাড়া কার্যত কাউকেই বিধানসভার ভেতর ঢুকতে দেওয়া হয়নি। এমনকি, বিধায়ক বা বিধানসভার ভেতর আসা সব গাড়ির তল্লাশি হয়েছে।

  • Share this:

কলকাতা: ভুয়ো বিধায়ক কাণ্ডের পর বিধানসভার নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিধানসভা চত্বরে সেই চিত্র দেখা গিয়েছে। পরিচয় পত্র ছাড়া কার্যত কাউকেই বিধানসভার ভেতর ঢুকতে দেওয়া হয়নি। এমনকি, বিধায়ক বা বিধানসভার ভেতর আসা সব গাড়ির তল্লাশি হয়েছে। গাড়ির নম্বর এবং চালকের পরিচয় পত্র দেখার পাশাপাশি তাদের ফোন নম্বর লিখে রাখা হচ্ছিল।

বিধানসভার কক্ষে স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, "বুধবার বিধায়ক পরিচয় দিয়ে এক ব্যক্তি বিধানসভার ঢুকে গিয়েছিলেন। তাই এবার থেকে বাড়তি সতর্কতার প্রয়োজন। বিধায়করা নিজেদের গাড়ি ছাড়া অতিরিক্ত গাড়ি আনবেন না। আশা করি সদস্যরা সহযোগিতা করবেন।"

আরও পড়ুনঃ একটানা ৪৬ বছর, তেহট্টে সিপিএমের দুর্গে এবারও দাঁত ফোটাতে পারল না তৃণমূল

বুধবার বিধানসভায় বাজেট পেশ করা হচ্ছিল। বিধানসভা কক্ষে সেই সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর সেই সময় ঘটে বিপত্তি। এক ব্যক্তি নিজেকে বিধায়ক পরিচয় দিয়ে কার্যত বিধানসভার ভিতরে প্রবেশ করে গিয়েছেন। তবে মূল কক্ষে ঢোকার আগেই নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে। সন্দেহ হওয়াতে নিরাপত্তারক্ষীরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তারঁ নাম কী? কোন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি, ইত্যাদি প্রশ্ন করলেও কোনও সদুত্তর তিনি দিতে পারেননি। ফলে সন্দেহ আরও ঘনীভূত হয় নিরাপত্তারক্ষীদের। ঘটনাস্থলে ছুটে আসেন বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়। এরপর সেই ব্যক্তিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। কিন্তু বিধানসভার মূল গেট পেরিয়ে এতদূর পর্যন্ত তিনি কীভাবে এলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে...

আরও পড়ুনঃ পঞ্চায়েত যুদ্ধের ঠিক আগেই বিরাট চাল সিপিআইএমের, রণকৌশলের আঁচ পেতে মরিয়া বিরোধীরা

এমনিতেই বিধানসভা চলাকালীন আঁটোসাটো নিরাপত্তা থাকে বিধানসভা চত্বরে। বাজেটের দিন সেই নিরাপত্তা অনেকটাই বেশি থাকে। পরিচয়পত্র ছাড়া কার্যত কেউই ভিতরে ঢুকতে পারে না। এ দিন একই রকমের ত্রিস্তরীও নিরাপত্তা ছিল। বিধানসভার ভিতরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অথচ দুটি বলয় পেরিয়ে কীভাবে ওই ব্যক্তি মূল কক্ষের সামনে চলে এল তা নিয়ে চিন্তার ভাজ পড়েছে প্রশাসনের কপালে। পুলিশের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

তবে এই ভুয়ো বিধায়ককে যেমন আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছিল তেমনই হাসিঠাট্টা চলেছে শাসক বিরোধী দুই পক্ষের বিধায়কদের মধ্যে। সেই ব্যক্তি নিজেকে কোন দলের বিধায়ক বলেছে তা নিয়েও বেশ কিছুক্ষণ চর্চা চলেছে বিধানসভা চত্বরে।

UJJAL ROY 

Published by:Shubhagata Dey
First published:

Tags: West Bengal Assembly