#কলকাতা: অনিশ্চয়তা পিছু ছাড়ছে না পঞ্চায়েত ভোটের ৷ আদৌ কী ১৪ মে ভোট হওয়ার কোনও রকম সম্ভাবনা রয়েছে ? নাকি পিছিয়ে যাবে ভোট ৷ তা হলে কবে থেকে শুরু হবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলতে পারে আজই ৷ কারণ পঞ্চায়েত ভোটের নিরাপত্তা সংক্রান্ত মূল মামলাটির রায়দান আজই ৷ কলকাতা হাইকোর্টেরপ্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আজ পঞ্চায়েত ভোটের নিরাপত্তা সংক্রান্ত মূল মামলার রায় দেবে। বেলা ২টোয় রায় ঘোষণা হওয়ার কথা।
আরও পড়ুন: ভোটের আগে হিংসা অব্যাহত, রেজ্জাক-পুত্রের মিছিলে ‘হামলা’
অন্যদিকে, হাইকোর্টে ভোট সংক্রান্ত আরও একটি মামলার শুনানি রয়েছে আজ ৷ নির্বাচন কমিশন তিনদিনের ভোট একদিনে করার সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সিপিএম ৷ আজ বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে সিপিএমের দায়ের করা সেই মামলার শুনানিও হবে। বেলা সাড়ে দশটায় এই মামলার শুনানি শুরু হবে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কমিশন, আবেদনপত্রে ধরা পড়ল একাধিক ভুল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Election, High Court, Panchayat Election 2018, Security, Verdict, Vote