আগামীকাল রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Representational Image

Representational Image

সোমবার কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: রাজ্যে তাপমাত্রার পারদ এখন ক্রমেই ঊর্ধ্বমুখী ৷ এর মধ্যেই আবার কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আগামীকাল, সোমবার মরশুমের প্রথম বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে ৷ কলকাতার পাশাপাশি বাকি সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ 

    পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে ৷ সেখানে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷  পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে ৷ বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাংলার উপর তৈরি নিম্নচাপ অক্ষরেখা ৷ তার জেরেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে ৷ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ।

    First published:

    Tags: Alipore Weather Office, Kolkata Weather Report, Thunderstorm and Rain, Weather Report