#কলকাতা: শিয়ালদহ: বর্ধমানের পর এবার শিয়াদহের নাম পরিবর্তন করতে উদ্যোগী বিজেপি প্রভাবিত সংগঠন হিন্দু সংহতি। তবে এবার আরও আঁটঘাট বেঁধে মাঠে নামছে তারা। বিজেপি প্রভাবিত সংগঠন হিন্দু সংহতি আমজনতার সই সংগ্রহ করে নাম পরিবর্তনের আরজি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবে। যদিও বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন বিজেপির হঠকারিতা বলেই দাবি হিন্দু সংহতির নেতাদের। অর্থাৎ গেরুয়া শিবিরের কোন্দলও প্রকাশ্যে এল নাম পরিবর্তনের উদ্যোগে।
বিজেপির রাজত্বে বিভিন্ন জায়গার নাম বদলের ধুম। ভগত সিংয়ের সহযোগী বিপ্লবী বটুকেশ্বর দত্তকে সম্মান জানাতে বর্ধমান স্টেশনের নাম বদল নিয়ে বিতর্ক দেখা দেয়। স্টেশনের নাম বদলের উদ্যোগ নেয় বিজেপি। এবার শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করতে তৎপর বিজেপি প্রভাবিত সংগঠন হিন্দু সংহতি। এর আগে বিজেপিও সরাসরি শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি তোলে।
♦ সংসদে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি তোলেন ৷ ♦ বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশনে সই সংগহ দিয়ে অভিযান শুরু করল হিন্দু সংহতি ৷ ♦ স্টেশনের নাম পরিবর্তনের সমর্থনে বিলি করা হয় লিফলেট ৷ ♦ হিন্দু সংহতির টার্গেট ১৪ অগাস্ট পর্যন্ত বিভিন্ন স্টেশন থেকে ১ লক্ষ সই সংগ্রহ করবে ৷ ♦ প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর কাছে এই দাবি পাঠান হবে ৷
শিয়ালদহের নাম পরিবর্তনের পিছনে উদ্বাস্তু এবং শ্যামাপ্রসাদ আবেগ মেশাতে চাইছে হিন্দু সংহতি। শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের এই উদ্যোগ নিলেও, বিজেপির বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের উদ্যোগের কড়া সমালোচনা করছেন হিন্দু সংহতির নেতারা। গেরুয়া শিবিরের এই দলীয় কোন্দলের মাঝেই স্টেশনের নাম পরিবর্তন নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রাজ্যের অনুমোদন ছাড়া কোনও স্টেশনেরই নাম পরিবর্তন সম্ভব নয়। তাহলে এমন উদ্যোগ কেন? আদতে এ রাজ্যের আবেগকেই উস্কে দিয়ে ২০২১-র টার্গেট গেরুয়া শিবিরের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।