#কলকাতা: উদ্বোধনের আগেই কো-ব্র্যান্ডিং হয়ে গেল শিয়ালদহ মেট্রো স্টেশনের। বার্ষিক ৭৬ লক্ষ ৫০ হাজার টাকায় স্টেশন কো-ব্র্যান্ডিং হল।
আগামী ৩ বছরের জন্য স্টেশন কো-ব্র্যান্ডিং হল। স্টেশনের নয়া নাম হল- DTDC শিয়ালদহ মেট্রো। স্টেশন এলাকা গোটাটাই ব্যবহার করতে পারবে এই সংস্থা।
কবে মেট্রো স্টেশন উদ্বোধন হবে, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।স্টেশন উদ্বোধনের আগেই শিয়ালদহ মেট্রো স্টেশন বেসরকারি সংস্থার মাধ্যমে ব্র্যান্ডিং করতে চেয়েছিল রেল।
আরও পড়ুন- শহরে কবে থেকে শুরু রোয়িং? কড়া মনোভাব প্রশাসনেরবেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্ক, বিমা সংস্থা, হেলথ কেয়ার সংস্থাকে নামের স্বত্বাধিকার দিতে চায় রেল। এই বিষয়ে প্রকাশ করা হয়েছিল টেন্ডার।শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের আগে বসবে ওই করপোরেট সংস্থার নাম। থাকবে তাদের কিয়স্ক।
এছাড়াও নামের স্বত্বাধিকার দেওয়া হবে এসপ্ল্যানেড, সেন্ট্রাল পার্ক,দমদম, নোয়াপাড়া ও সল্টলেক স্টেডিয়ামকে। উদ্বোধনের আগেই শিয়ালদহ মেট্রো স্টেশনের ব্র্যান্ডিংয়ের অধিকার বেসরকারি সংস্থাকে দেওয়ার জন্য টেন্ডার ডাকল মেট্রো রেল।
সংস্থার নাম চূড়ান্ত হয়ে যাওয়ায় শিয়ালদহ নামের সঙ্গে যুক্ত হবে সেই সংস্থার নাম। যেখানেই শিয়ালদহ নাম লেখা থাকবে, সেখানেই ব্যবহৃত হবে সংস্থার নাম। ব্যবহার করা যাবে সংস্থার লোগোও।
প্রতিটি দরজায় থাকবে নাম ও লোগো। এমনকী স্টেশন এলাকার মধ্যেই ১৫০০ বর্গফুট এলাকা সংশ্লিষ্ট সংস্থা নিজেদের বিপননের জন্য ব্যবহার করতে পারবে। রাখতে পারবে কিয়স্ক ও অন্যান্য ব্র্যান্ডিংয়ের সামগ্রী।
চলতি বছরের ২৫ মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত ছাড়পত্র পেলেও এখনও শিয়ালদহ স্টেশন চালু করা যায়নি। রেল বোর্ডের তরফে দিন না পাওয়া যাওয়াতেই হয়নি উদ্বোধন বলে সূত্রের খবর।
নিয়মানুযায়ী, অনুমতি পাওয়ার তিনমাসের মধ্যে অর্থাৎ ২৫ জুনের মধ্যে চালু করতেই হবে শিয়ালদহ মেট্রো। তবে তার আগেই বাণিজ্যিক গাঁটছড়া বেঁধে ফেলতে চায় কলকাতা মেট্রোয়।
আরও পড়ুন- হঠাৎ কলকাতা শহরজুড়ে সিবিআই তল্লাশি! সূত্র লুকিয়ে অসমে, কারণ শুনলে চমকে উঠবেনএদিন মেট্রো ভবনে সেই কাজ সম্পন্ন করা হল। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, উদ্বোধনের বিষয়ে দিনক্ষণ দেখা হচ্ছে। স্টেশন প্রস্তুত হয়েই আছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, Sealdah Metro