Home /News /kolkata /
দর্শকদের জন্য সুখবর, ফের মালঞ্চ সিনেমা হলে শুরু হচ্ছে স্ক্রিনিং

দর্শকদের জন্য সুখবর, ফের মালঞ্চ সিনেমা হলে শুরু হচ্ছে স্ক্রিনিং

ছবি: নিউজ এইটিন ৷

ছবি: নিউজ এইটিন ৷

 • Share this:

  #কলকাতা: বন্ধ হচ্ছে মালঞ্চ ৷ এই খবরে মন খারাপে ডুবেছিল বাঙালি ৷ এতকালের নস্ট্যালজিয়া, সুখের স্মৃতিঘেরা এই সিনেমা হল কী অতীত হয়ে যাবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ৷ সোশ্যাল মিডিয়া ভরেছিল বিষাদে ৷

  তবে, শোনা যাচ্ছে ফের মালঞ্চ সিনেমা হলে ফিল্ম স্ক্রিনিং চালু হতে শুরু করেছে ৷ আগামী ৩১ অগাস্ট দর্শকদের জন্য আরও একবার খুলে যাচ্ছে এই হল ৷ গত ১২ থেকে ১৩ দিন ধরে কোনও শো-ই দেখানো হয়নি টালিগঞ্জ চত্বরের এই পেক্ষাগৃহে ৷ টিকিট ঘরের ঝাঁপও ছিল বন্ধ। অনেকের মতে, ‘মালঞ্চ’ সিনেমা হলের বেশ কিছু সমস্যা রয়েছে ৷ অনেকেই প্রশ্ন তুলছে সিনেমা হল চালানোর মতো ন্যুনতম সুবিধা কি রয়েছে মালঞ্চতে? রয়েছে কি সঠিক অগ্নিনির্বাপক ব্যবস্থা ? প্রিয়া সিনেমা হলে আগুন লাগার ঘটনা থেকেই কী শিক্ষা নিয়ে আগে-ভাগে সিনেমা হল বন্ধের ডাক ! প্রশ্ন তুলছেন অনেকেই ৷

  তবে হলের মালিক অমর রায়চৌধুরী নিউজ এইটিন বাংলাকে জানিয়েছেন, পেক্ষাগৃহকে সাজানোর জন্যই হলটি বন্ধ রাখা হয়েছিল ৷ যদিও এর আগে তিনি বলেছিলেন,‘শুধু মালঞ্চ নয় ৷ শহরের বহু সিঙ্গল স্ক্রিনের অবস্থা একই ৷ তাও চার-পাঁচ বছর ধরে ক্ষতির মুখ দেখলেও, চালিয়ে যাচ্ছিলাম ৷ কিন্তু এবার একটা সিদ্ধান্তে পৌঁছতেই হচ্ছে ৷ তাই নতুন করে কোনও সিনেমাই নিচ্ছি না ৷ কারণ আমি বুঝেছিলাম, এর কোনও ভবিষ্যত নেই ৷ মাল্টিপ্লেক্সের কাছে হেরে গিয়ে সিঙ্গল স্ক্রিন ধুঁকছে ৷’ আগামী ৩১ অগাস্ট থেকে ‘মালঞ্চ’তে সিনেমার স্ক্রিনিং ফের শুরু হলেও এই হল এখনও ফায়ার ও পাওয়ার পারমিট পায়নি ৷ ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ এবং ‘স্ত্রী’এই দুটি ছবির স্ক্রিনিং দিয়েই আবার খুলছে এই সিনেমা হল ৷ যদিও এই হলের কর্তৃপক্ষ হল বন্ধ হতে চলেছিল, এই তথ্য মানতে নারাজ ৷ আর এখানেই প্রশ্ন উঠছে যে, হল যদি বন্ধ করার সিদ্ধান্ত না নেওয়ার হয়ে থাকে তবে হঠাৎ করে কোনও নোটিস ছাড়াই কর্মচারীদের ক্ষতিপূরণের কথা কেন বলা হয়েছিল ? একই সঙ্গে প্রশ্ন উঠছে এই অল্প সময়ের মধ্যে এমন কী ঢেলে সাজানো হল? সব মিলিয়ে প্রশ্ন উঠছেই ৷

  রিপোর্ট: দেবপ্রিয় দত্ত মজুমদার 

  First published:

  Tags: Cinema Hall, Malancha Cinema Hall, Tollywood

  পরবর্তী খবর