#কলকাতা: করোনা আতঙ্কে রাজ্য জুড়ে চলছে লকডাউন।প্রায় এক মাস তার জেরে রাজ্যের স্কুল গুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল বন্ধ থাকলেও পড়ুয়াদের পঠন-পাঠন সচল রাখতে চায় রাজ্য। আর তাই অনলাইনে নয়,সংবাদমাধ্যমকে হাতিয়ার করে ক্লাস করাতে চায় রাজ্য স্কুল শিক্ষা দফতর। বিশেষত যে সমস্ত ছাত্র-ছাত্রী নবম থেকে দশম শ্রেণীতে এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছে তাদের ক্ষেত্রে এই পরিকল্পনা নিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। বিশেষত দূরদর্শনের মত সংবাদমাধ্যমগুলির থেকে স্লট নিয়ে ক্লাস নেওয়া যায় নাকি সেই নিয়ে প্রয়োজনীয় আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার এই বিষয় নিয়ে স্কুল শিক্ষা সচিব মনিশ জইন এক প্রকার ভিডিও কনফারেন্স করে বৈঠক করেছেন।
মধ্যশিক্ষা পর্ষদ,সিলেবাস কমিটি ,উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, স্কুল শিক্ষা কমিশনার সহ দফতরের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ ভিডিও কনফারেন্সে হয়। সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আলোচনা অনেকটাই এগিয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তরফে তৈরি করা চ্যানেলের সহযোগিতায় ক্লাস নিতে শুরু করেছে। সেই ধাঁচেই ক্লাস নেওয়া যায় নাকি তা নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর এ বিষয়ে মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই পরবর্তী পর্যায়ে এগোবে স্কুল শিক্ষা দফতর।
দেশজুড়ে ক্রমশই বাড়ছে করোনাভাইরাস এ আক্রান্তের সংখ্যা। রাজ্যজুড়ে় ও বাড়ছে করোনা তে আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান বলছে এ মুহূর্তে রাজ্যে করোনাভাইরাস এ আক্রান্ত সংখ্যা ৫০ ছাড়িয়েছে। ইতিমধ্যেই গত ১৫ই মার্চ থেকে রাজ্যজুড়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের গুলি বন্ধ রাখা হয়েছে। পিছিয়ে গিয়েছে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পাশাপাশি বৃহস্পতিবারই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোন ছাত্র-ছাত্রীকে ফেল করানো হবে না বলে ঘোষণা করেছেন। যদিও আগামী বছরে যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দেবেন তাদের পঠন-পাঠনের অনেকটাই ক্ষতি হবে বলে আশঙ্কা করছে স্কুল শিক্ষা দফতর।
লকডাউন এর জেরে যাতে দশম ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস পড়াশোনা বজায় রাখা যায় তার জন্যই টিভি চ্যানেলকে হাতিয়ার করে ক্লাস নিতে চায় রাজ্য সরকার। আধিকারিকদের মতে রাজ্যের সব জায়গায় অনলাইনে ক্লাস নেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে নির্দিষ্ট একটি করে স্লাট নিয়ে ক্লাস নেওয়া যায় নাকি তা নিয়ে় প্রাথমিক পর্যায় আলোচনা শুরু হয়েছে। শুক্রবার ফের আরো একদফার বৈঠক হবে। মূলত কোন কোন বিষয়ের ক্লাস নেওয়া হবে, কি কি চ্যাপ্টারের ক্লাস নেওয়া হবে, সেই বিষয়গুলি নিয়ে এখন ভাবনা চিন্তা শুরু করেছে স্কুল শিক্ষা দফতর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown