হোম /খবর /কলকাতা /
সরকারি স্কুল শিক্ষকদের জন্য সুখবর,এবার থেকে নিজের জেলাতেই পোস্টিং, ঘোষণা মমতার

সরকারি স্কুল শিক্ষকদের জন্য সুখবর,এবার থেকে নিজের জেলাতেই পোস্টিং,নতুন নিয়ম ঘোষণা মমতার

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সরস্বতী পুজোর প্রক্কালে স্কুল শিক্ষকদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানালেন যে আর নিজের জেলার বাইরে যেতে হবে না শিক্ষকদের৷ এবার থেকে নিজের জেলায় পোস্টিং পাবেন এসএসসি পাশ করা শিক্ষকরা৷ এর আগে সাধারণত নিজের জেলার বাইরে চাকরিসূত্রে যেতে হত শিক্ষকদরে৷ ফলে স্কুলে যাওয়ার জন্য অনেক শিক্ষককেই প্রতিদিন অনেকটা সময় যাতায়াত ব্যায় করতে হত৷ বা অনেকে স্কুলের আশেপাশে থাকার ব্যবস্থা করতেন৷ এবার থেকে সেই ঝুঁকি কমতে চলেছে শিক্ষকদের৷ তাদের সুবিদার্থেই এই নতুন নিয়ম চালু করল মমতা সরকার৷

নতুন নিয়মের কথা নিজে ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি লিখেছেন যে সরস্বতী পুজো হল সঠিক সময় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর৷ তাই সরকার এই নতুন নিয়ম চালু করে রাজ্যের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছে৷ শিক্ষকরা দেশ গড়েন, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যেতে সাহায্য করেন৷ কিন্তু চাকরির জন্য তাদরেই দিনের পর দিন পরিবারের থেকে দূরে থাকতে হত৷ এতে মানসিকভাবে তারা বা তাদের পরিবার খুশি হতে পারত না৷ যাদের হাতে দেশের ভবিষ্যৎ তৈরি চাবিকাঠি, তারাই যদি কষ্টে থাকেন, তাহলে কীভাবে নিজেদের কাজে তারা মন দেবেন? তাই তো এমন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ এবার থেকে আর অন্য জেলায় নয়, নিজেদের জেলায় পোস্টিং পাবেন সরকারি শিক্ষকরা৷

Published by:Pooja Basu
First published:

Tags: SSC teachers