• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ছন্দে ফিরছে কৈখালির ভাঙা স্কুল

ছন্দে ফিরছে কৈখালির ভাঙা স্কুল

প্রাথমিক ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরছে কৈখালির দশদ্রোণের লীলাদেবী মেমোরিয়াল স্কুল। ত্রিপলে ভাঙা ছাদ ঢেকে, ভাঙা ব্ল্যাকবোর্ডেই ক্লাস শুরু করতে চাইছেন অভিভাবক-শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা।

প্রাথমিক ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরছে কৈখালির দশদ্রোণের লীলাদেবী মেমোরিয়াল স্কুল। ত্রিপলে ভাঙা ছাদ ঢেকে, ভাঙা ব্ল্যাকবোর্ডেই ক্লাস শুরু করতে চাইছেন অভিভাবক-শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা।

প্রাথমিক ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরছে কৈখালির দশদ্রোণের লীলাদেবী মেমোরিয়াল স্কুল। ত্রিপলে ভাঙা ছাদ ঢেকে, ভাঙা ব্ল্যাকবোর্ডেই ক্লাস শুরু করতে চাইছেন অভিভাবক-শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা।

 • Share this:

  #কলকাতা: প্রাথমিক ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরছে কৈখালির দশদ্রোণের লীলাদেবী মেমোরিয়াল স্কুল। ত্রিপলে ভাঙা ছাদ ঢেকে, ভাঙা ব্ল্যাকবোর্ডেই ক্লাস শুরু করতে চাইছেন অভিভাবক-শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা। কাল থেকেই শুরু হবে পরীক্ষা। স্কুল ভাঙার অভিযোগে প্রোমোটার মিজানুর রহমানের আরও দুই সাকরেদ রবিবার গ্রেফতার হয়। আদালত ধৃতদের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

  চব্বিশ ঘণ্টার মধ্যেই বদলে গেল কৈখালির দশদ্রোণের লীলাদেবী মেমোরিয়াল স্কুলের ছবি।

  শনিবার সকালে স্কুলের ভগ্নদশা দেখে কান্নায় ভেঙে পড়ে খুদে পড়ুয়ারা। রবিবার সেই ছবি বদলে গিয়েছে। প্রোমোটারের চোখরাঙানি দূরে সরিয়ে চ্যালেঞ্জ নিতে তৈরি ছাত্রছাত্রীরা।

   স্কুলের ছাদের ভাঙা অংশ প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই অবস্থাতেই দ্রুত স্কুল শুরু করতে চাইছেন অভিভাবক-অভিভাবিকারা কোথাও কোথাও ছাদ থেকে বিপজ্জনকভাবে ঝুলছে চাঙড়। ভেঙে দেওয়া হয়েছে দেওয়াল, ব্ল্যাকবোর্ড। এমন পরিস্থিতিতে ক্লাস শুরু কী আদৌ সম্ভব?

   রবিবার, চিনার পার্ক এলাকা থেকে ধৃত প্রোমোটার মিজানুর রহমানের দুই সাকরেদ নজমুল ওয়াসিম ও আমানুল্লা মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। স্কুলের জমির জন্য প্রধানশিক্ষক কৌশিক ভট্টাচার্য টাকা নিয়েছেন বলে ফের অভিযোগ মিজানুরের।

  First published: