#নয়াদিল্লি: আরও অস্বস্তিতে সিএস কারনান ৷ বুধবার কারনানের অন্তর্বর্তীকালীন জামিন আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ কারনানের সাজার স্থগিতাদেশের আর্জিও খারিজ করল শীর্ষ আদালত ৷
বুধবার দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর থেকে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে গ্রেফতার করল সিআইডি ৷ আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হয়েছেন কারনান ৷ আদালত অবমাননা করার অপরাধে কারনানকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ তারপর থেকেই অজ্ঞাতবাসে ছিলেন সিএস কারনান ৷
বিচারপতির বেনজির সাজা! স্বাধীন ভারতে এই প্রথম কোনও বিচারপতিকে কারাদণ্ডের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মাদ্রাজ হাইকোর্ট থেকে কলকাতা বদলি নিয়ে প্রথম গন্ডগোল শুরু। তারপর কোনপথে এই রায় শীর্ষ আদালতের? কীভাবেই বা বিতর্কের সূত্রপাত?
কখনও নিজের বদলির নির্দেশে স্থগিতাদেশ। কখনও বা বিচারবিভাগে দুর্নীতির অভিযোগ তুলে খোদ প্রধানমন্ত্রীকে চিঠি। বারবার বিতর্কে জড়িয়েছেন বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনান। আদালত অবমাননার দায়ে এবার তাঁরই সাজা ঘোষণা করল সুপ্রিম কোর্ট।
কারনানের একাধিক বিতর্কিত পদক্ষেপে তৈরি হচ্ছিল একের পর এক নজির। এবার, তাঁর কারাদণ্ডের ঘোষণা করে নতুন নজির তৈরি করল দেশের শীর্ষ আদালতও।
এখানেই বিতর্কের শেষ নয় ৷ আদালতের গ্রেফতারির নির্দেশের পর থেকেই খোঁজ মিলছিল না তাঁর ৷ জল্পনা ছিল দেশ ছেড়ে গা ঢাকা দিয়েছেন তিনি ৷ অবশেষে দক্ষিণ ভারত থেকে এদিন গ্রেফতার করা হয় তাঁকে ৷ অজ্ঞাতবাসে থাকার সময়ই ১২ জুন বিচারপতির হিসেবে মেয়াদ শেষ হয়ে যায় সি এস কারনানের ৷