• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • সানার বান্ধবীদের সঙ্গে সেলফি-খিচুড়ি ভোগ, সরস্বতী বন্দনায় মহারাজ

সানার বান্ধবীদের সঙ্গে সেলফি-খিচুড়ি ভোগ, সরস্বতী বন্দনায় মহারাজ

বাসন্তী রঙের পাঞ্জাবিতে সকাল থেকেই পুজোর মেজাজে প্রাক্তন ভারত অধিনায়ক। আড্ডার মেজাজে হাত-পা ছড়িয়ে প্রসাদ খাওয়া থেকে পাত পেড়ে সবার সঙ্গে বসে ভোগের খিচুড়ি খাওয়া। কিংবা সানার বান্ধবীদের সঙ্গে সেলফি। সবেতেই শনিবার সরস্বতী পুজোতে রাজকীয় মেজাজে মহারাজ

বাসন্তী রঙের পাঞ্জাবিতে সকাল থেকেই পুজোর মেজাজে প্রাক্তন ভারত অধিনায়ক। আড্ডার মেজাজে হাত-পা ছড়িয়ে প্রসাদ খাওয়া থেকে পাত পেড়ে সবার সঙ্গে বসে ভোগের খিচুড়ি খাওয়া। কিংবা সানার বান্ধবীদের সঙ্গে সেলফি। সবেতেই শনিবার সরস্বতী পুজোতে রাজকীয় মেজাজে মহারাজ

বাসন্তী রঙের পাঞ্জাবিতে সকাল থেকেই পুজোর মেজাজে প্রাক্তন ভারত অধিনায়ক। আড্ডার মেজাজে হাত-পা ছড়িয়ে প্রসাদ খাওয়া থেকে পাত পেড়ে সবার সঙ্গে বসে ভোগের খিচুড়ি খাওয়া। কিংবা সানার বান্ধবীদের সঙ্গে সেলফি। সবেতেই শনিবার সরস্বতী পুজোতে রাজকীয় মেজাজে মহারাজ

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা:  বাসন্তী রঙের পাঞ্জাবিতে সকাল থেকেই পুজোর মেজাজে প্রাক্তন ভারত অধিনায়ক। আড্ডার মেজাজে হাত-পা ছড়িয়ে প্রসাদ খাওয়া থেকে পাত পেড়ে সবার সঙ্গে বসে ভোগের খিচুড়ি খাওয়া। কিংবা সানার বান্ধবীদের সঙ্গে সেলফি। সবেতেই শনিবার সরস্বতী পুজোতে রাজকীয় মেজাজে মহারাজ।

  Saurav in dikshamanjari

  সকালে সিসিএফসি-তে ফান ক্রিকেট খেলে তড়িঘড়ি বীরেন রায় রোডে ফেরা। স্ত্রী ডোনা নাচের অনুষ্ঠানে জয়পুরে। তাই স্ত্রী -র নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরী’-র সরস্বতী পুজো সামলানোর ভার বর্তেছিল গৃহকর্তা মহারাজের উপরেই। টিম ইন্ডিয়া, সিএবি যিনি অবলীলায় সামলান, তাঁর কাছে এ আর এমন কি ব্যাপার ৷

  বাসন্তি পাঞ্জাবিতে হাত পা ছড়িয়ে কুল খেতে খেতেই দীক্ষামঞ্জরীর সরস্বতী বন্দনা সামলালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

  saraswati puja saurav ডোনা আসতেই ঝাড়া হাত পা মহারাজ। সানার বান্ধবীদের আব্দার মেটাতে সেলফি তোলা। পাত পেড়ে সবার সঙ্গে বসে ভোগের খিচুড়ি খাওয়া। সবেতেই বিন্দাস মহারাজ।

  First published: