Bihar Assembly Election Results Update: ২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাঘোপুর কেন্দ্র থেকে এখনও পিছিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব৷ বেলা তিনটেতে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৪৮২৯ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি৷
বিহারের নির্বাচনের ফল বেরোতেই বিপর্যয় নেমে এসেছে বিরোধী শিবিরে৷ গত বিধানসভা ভোটে আরজেডি দুর্দান্ত ফল করলেও এবার গেরুয়া ঝড়ে তাদের প্রধান বিরোধী দলের তকমা পাওয়াই দায়৷ তার উপর আবার এবারের নির্বাচনে আরজেডি-র প্রধান মুখ তেজস্বী যাদব নিজেই কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন৷ তেজস্বী শেষ পর্যন্ত নিজের কেন্দ্র রাঘোপুর রক্ষা করতে পারবেন কি না, তা নিয়েই এখন চূড়ান্ত কৌতূহল তৈরি হয়েছে৷
রাঘোপুর কেন্দ্র থেকে এখনও পিছিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব৷ বেলা তিনটেতে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৪৮২৯ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি৷ তেজস্বীকে কঠিন এই পরীক্ষার মুখে ফেলে দিয়েছেন বিজেপি প্রার্থী সতীশ কুমার৷ তবে এই প্রথম নয়, ২০১০ সালে এই সতীশ কুমারই লালু পত্নী রাবড়ি দেবীকেও পরাজিত করেছিলেন৷ সেটাও এই রাঘোপুর কেন্দ্র থেকেই৷
advertisement
কে এই সতীশ কুমার? ৫৯ বছর বয়সি বিজেপি প্রার্থীর রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল আরজেডি থেকেই৷ যাদব সম্প্রদায়ের প্রতিনিধি অন্যতম প্রভাবশালী এই নেতা পরবর্তী সময়ে নীতীশ কুমারের জেডিইউ-তে যোগ দেন৷ ২০০৫ সালে তাঁকে রাঘোপুর কেন্দ্র থেকে প্রার্থী করে জেডিইউ৷ সেবার ২৫ হাজারের বেশি ভোটে জয়ী হন রাবড়ি দেবী৷
advertisement
যদিও ২০১০ সালেই এই হারের বদলা নেন সতীশ কুমার৷ রাঘোপুর থেকেই সেবার ১৩ হাজার ভোটে রাবড়ি দেবীকে পরাজিত করেন সতীশ৷ তবে ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনে অবশ্য রাঘোপুর থেকে পর পর দু বার তেজস্বী যাদবের কাছে পরাজিত হন সতীশ কুমার৷ চল্লিশ শতাংশেরও কম ভোট পান তিনি৷ তবে এবারের নির্বাচনে রাঘোপুর কেন্দ্রে এখনও পর্যন্ত পরিস্থিতি, তাতে ফের পাশা পাল্টে দিতে পারেন সতীশ৷
advertisement
শেষ পর্যন্ত সতীশ কুমারের কাছে যদিও তেজস্বী যাদব পরাজিত হন, তাহলে বিহারে বিরোধী শিবিরের কফিনে শেষ পেরেক পড়ার মতোই হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2025 3:35 PM IST

