#কলকাতা: স্কুল মনে পড়ছে ৷ মনে পড়ছে বন্ধুদের সঙ্গে একজোট হয়ে গার্লস স্কুলে ঢুঁ মারা ৷ এক্সিভিশনের জন্য তুমুল ব্যস্ততা ৷ তারই মাঝে পঞ্জাবির ইস্ত্রি সামলে পাশ থেকে চলে যাওয়া পছন্দের কন্যার দিকে একটু দেখা ৷ দুপুরবেলা বাড়ির খিঁচুড়ি নয়, বরং স্কুলের খাবারই সেরা ৷ কিংবা শুধুই ফটপাত ফুড !আজ সরস্বতী পুজো ৷ বাগদেবীর আরাধনায় মত্ত গোটা রাজ্য ৷ ভোরবেলা থেকেই বাড়িতে বাড়িত শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোর ৷ সকাল থেকেই ঘরে ঘরে উলুর ধ্বনি, শাঁকে ফুঁ ৷ কলম দেওয়া দোয়াতের ওপর নারেকলি কুল ৷ আজ আবার খুদেদের হাতে খড়িরও দিন ৷ চলছে পুষ্পাঞ্জলি, ফলপ্রসাদ ও ভোগ বিতড়ণ। ধূপের গন্ধে গোটা ঘরে পুজো পুজো ভাব ৷ কুল খেতে অনেকদেরই ভালো লাগে না ৷ কিন্তু তাই বলে এই একটা দিন না খেলেই নয় ৷ দুর্গোপুজোর পাশাপাশি সরস্বতী পুজোও আবার ঝাড়ি মারার জন্য আদর্শ দিন ৷ আসলে যতোই সামনে পরীক্ষা থাকুক না কেন, এই বিশেষ দিনটায় যে পড়তে বসতে নেই ! তাই বন্ধু বা ‘বিশেষ বন্ধু’-র হাত ধরে একবার বেরিয়ে গেলেই হয় ৷ ছাত্র জীবনে এই একটাই দিন যখন স্কুল বা কলেজে যাওয়ার জন্য পড়ুয়াদের উন্মাদনা চোখে পড়ার মতো থাকে। পরের দিন সকালের কথা ভেবে যেন রাতে ঘুম আসতে চায় না। পড়াশোনা থেকে মুক্তির পাশাপাশি প্রেমের প্রস্তাব দেওয়া নেওয়া, শাড়ি-ধুতিতে আজ যেন জেন ওয়াইও আটপৌড়ে বাঙালি। কারণ আজ যে সরস্বতী পুজো। আজকের দিনটা শুধুই তাদের। পুজো, প্রেম, আড্ডায় জমে যাবে দিনটা।