• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • আশঙ্কা কাটিয়ে আপাতত স্থিতিশীল সংযুক্তা মণ্ডল, নিলোফার আরা ও রুবি সর্দার

আশঙ্কা কাটিয়ে আপাতত স্থিতিশীল সংযুক্তা মণ্ডল, নিলোফার আরা ও রুবি সর্দার

লিভার প্রতিস্থাপনের পর আশঙ্কা কাটিয়ে আপাতত স্থিতিশীল সংযুক্তা মণ্ডল। তাঁকে সবসময়ে পর্যবেক্ষণে রেখেছেন এসএসকএম-এর চিকিৎসকরা।

লিভার প্রতিস্থাপনের পর আশঙ্কা কাটিয়ে আপাতত স্থিতিশীল সংযুক্তা মণ্ডল। তাঁকে সবসময়ে পর্যবেক্ষণে রেখেছেন এসএসকএম-এর চিকিৎসকরা।

লিভার প্রতিস্থাপনের পর আশঙ্কা কাটিয়ে আপাতত স্থিতিশীল সংযুক্তা মণ্ডল। তাঁকে সবসময়ে পর্যবেক্ষণে রেখেছেন এসএসকএম-এর চিকিৎসকরা।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: লিভার প্রতিস্থাপনের পর আশঙ্কা কাটিয়ে আপাতত স্থিতিশীল সংযুক্তা মণ্ডল। তাঁকে সবসময়ে পর্যবেক্ষণে রেখেছেন এসএসকএম-এর চিকিৎসকরা। কিডনি প্রতিস্থাপনের পর পর্যবেপক্ষণে রাখা হয়েছে কামারহাটির নিলোফার আরাকেও। বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি উত্তরপাড়ার রুবি সর্দারও আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

  শুক্রবার সকালে সালকিয়ার সংযুক্তা মণ্ডলের শরীরে স্বর্ণেন্দু রায়ের লিভার প্রতিস্থাপন করেন এসএসকেএম-এর চিকিৎসকরা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর শরীরে বেশকিছু জটিলতা দেখা দেয়। অত্যাধিক রক্তক্ষরণের ফলে বেশ কয়েক ইউনিট রক্তও দিতে হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই সংযুক্তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। শনিবার সকাল থেকেই অবশ্য তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল। যদিও তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

  শরীরে স্বর্ণেন্দুর কিডনি প্রতিস্থাপনের পর স্থিতিশীল রয়েছেন কামারহাটির নিলোফার আরাও। তাঁকেও পর্যবেক্ষণে রেখেছেন এসএসকেএম-এর চিকিৎসকরা। বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে উত্তরপাড়া বাসিন্দা রুবি সর্দারের শরীরে প্রতিস্থাপন করা হয় স্বর্ণেন্দুর আরেকটি কিডনি। বৃহস্পতিবারের অস্ত্রোপচারের পর তাঁর শরীরে নতুন করে কোনও জটিলতা তৈরি হয়নি। তাঁকেও পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

  First published: