#কলকাতা: অ্যাপোলোকাণ্ডে মৃত ডানকুনির বাসিন্দা সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়কে চাকরি নিয়োগপত্র দিল রাজ্য সরকার ৷ আগেই স্বামীহারা এই তরুণীকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সঞ্জয় রায়ের মৃত্যুর পিছনে অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে গাফিলতি, তোলাবাজি, অতিরিক্ত বিল সহ বেশ কিছু অভিযোগ উঠেছে ৷ ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গড়ে সরকার ৷
এদিন নবান্নে ডেকে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে হাতে নিয়োগপত্র তুলে দেন রুবির হাতে ৷ পর্যটন দফতরে রুবি রায়কে নিয়োগ করেছে রাজ্য সরকার ৷ শুক্রবার সকাল ১১টায় সল্টলেকের উদয়াচল ট্যুরিস্ট লজে যোগ দেবেন রুবি রায় ৷