#কলকাতা: সাতদিনে বিল সাত লাখ। টাকা দিতে না পারায় জমা ফিক্সড ডিপোজিটের নথি। ফুলবাগান থানায় অ্যাপোলোর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি অভিযোগ দায়ের করল সঞ্জয় রায়ের পরিবার। অবস্থা বেগতিক দেখে বাড়তি উদ্যোগী অ্যাপোলো। সঞ্জয়ের পরিবারকে টাকা ও এফডি-র নথি ফেরাতে আজ ডানকুনি থানায় যায় অ্যাপোলোর তিন প্রতিনিধি। তবে পরিবারের লোক কলকাতায় আসায় তাঁদের সঙ্গে দেখা হয়নি।
স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিল রাজ্য সরকার। তার আগেই অ্যাপোলোর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাল ডানকুনির সঞ্জয় রায়ের পরিবার। রবিবার নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। চিকিৎসায় গাফিলতি এবং আইন ভেঙে এফডি জমা রাখার অভিযোগ দায়ের হয়েছে। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ ছাড়াও জোর করে টাকা আদায় ও ষড়যন্ত্রের মামলাও রুজু হয়েছে ৷ ৩০৪ এ, ৩৮৪ ও ৩৪ নং ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷
সঞ্জয় রায়ের মৃত্যু নিয়ে প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ পেয়েছে স্বাস্থ্য দফতর। অ্যাপোলোর প্রাথমিক রিপোর্টও সন্তুষ্ট করতে পারেনি রাজ্য সরকারকে। এই পরিস্থিতিতে, শাস্তির আশঙ্কায় বেকসুর প্রমাণে মরিয়া হয়ে উঠেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। অ্যাপোলোর সাফাই,
- অত্যন্ত কম সময়ের মধ্যে প্রথম রিপোর্ট দেওয়া হয়েছে - তাই বিস্তারিত তথ্য পেশ করা যায়নি - বিস্তারিত তথ্যের জন্য দ্বিতীয় রিপোর্ট পেশের সুযোগ দেওয়া হোক
একইসঙ্গে অভিযুক্তের তকমা ঝেড়ে ফেলতেও তৎপর নার্সিংহোম কর্তৃপক্ষ। সঞ্জয়ের পরিবারকে ক্ষতিপূরণের টাকা ও এফডির নথি ফেরাতে এদিন ডানকুনি থানায় চলে যান অ্যাপোলোর তিন প্রতিনিধি। তাঁরা বাড়ি না গিয়ে থানায় কেন গেলেন, সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। কিন্তু মৃতের পরিবারের সঙ্গে দেখা না হওয়ায় এদিন টাকা ও নথি তুলে দিতে পারেনি অ্যাপোলো কর্তৃপক্ষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Apollo Gleneagles Hospitals, Apollo Hospital, Patient Died After Hospital Denied To Admit Patient, Patient Died At Apollo