#কলকাতা: কোভিড পজিটিভ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। দেখা দিয়েছে হৃদযন্ত্রের সমস্যা, এসএসকেএম থেকে স্থানান্তর করা হচ্ছে বাইপাস-লাগোয়া বেসরকারি হাসপাতালে (Sandhya Mukhopadhyay critically ill)।
কিংবদন্তী শিল্পীকে দেখতে এসএসকেএম-এ (SSKM Hospital) ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay reaches SSKM where Sandhya Mukhopadhyay is admitted)! এদিন বিকেলে হাসপাতালে গিয়েই ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মেডিক্যাল টিমের সঙ্গেও মিটিং হয়েছে। পাশাপাশি, কথা বলেন নবতীপর গায়িকার মেয়ে সৌমী সেনগুপ্তের সঙ্গেও । মুখ্যমন্ত্রীর ভাষায়, ''সন্ধ্যাদির চিকিৎসায় এক্সপার্ট টিম তৈরি হয়েছে। সুকুমার মুখোপাধ্যায় এসেছিলেন। অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হবে। সন্ধ্যাদির হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছে। কোভিড রিপোর্ট-ও পজিটিভ। অ্যাপোলো হাসপাতাল-কে বলেছি অ্যাম্বুল্যান্স পাঠাতে। উনি জাতির গর্ব। আমরা চাই উনি ফের ছন্দে ফিরে আসুন। বয়স্ক, তাই কোনও রিস্ক নিচ্ছি না। আমরা চাই উনি সেরা চিকিৎসা পান।''
আরও পড়ুন: চার্টাড ফ্লাইটে মাঝেমধ্যেই কোথায় যান রাজ্যপাল? মমতার বৈঠক সেরেই বিস্ফোরক সুদীপ
শ্বাসকষ্ট, হালকা জ্বর, ফুসফুসে সংক্রমণ নিয়ে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) উডবার্ন ওয়ার্ডের ১০৩ নং কেবিনে ভর্তি হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন এসএসকেএম হাসপাতালের বক্ষরোগ বিভাগের প্রধান চিকিৎসক সোমনাথ কুন্ডু। হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁকে দেখেছেন ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান চিকিৎসক অসীম কুন্ডু এবং মেডিসিন-এর চিকিৎসক নিলাদ্রি সরকার (Sandhya Mukhopadhyay critically ill)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুটি ফুসফুসেই গভীর সংক্রমণ রয়েছে। রয়েছে সামান্য তাপমাত্রা ও আচ্ছন্নভাব। প্রাথমিকভাবে শিল্পীকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল। নবতীপর শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন (Sandhya Mukhopadhyay critically ill)। হাসপাতালে ভর্তির পর তাঁকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। জ্বর কমানোর ওষুধ এবং অক্সিজেন দেওয়া ছাড়াও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। করোনার আরটিপিসিআর (RTPCR) টেস্টের জন্যে সোয়াব নেওয়া হয়েছিল, কিছুক্ষণ আগেই রিপোর্ট পজিটিভ আসে। শিল্পীর চিকিৎসায় তৈরি হয়েছে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড।
আরও পড়ুন: হাতে-হাতে পৌঁছবে বই, কলকাতায় SFI-এর দারুণ উদ্যোগ!
চিকিৎসকদের প্রাথমিক অনুমান, নিউমোনিয়ায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায় । সংক্রমণ কতটা ছড়িয়েছে তা জানতে রক্ত পরীক্ষা করা হয়েছে। পোর্টেবল চেস্ট এক্স-রে মেশিন নিয়ে আসা হয়েছে উডবার্ন ওয়ার্ডে। অক্সিজেন-এর পাশাপাশি নেবুলাইজার দেওয়া হচ্ছে শিল্পীকে ।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধের পর থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) শারীরিক অবস্থার অবনতি হয়। কিছুদিন আগেই তিনি বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। নিউমোনিয়ার উপসর্গ-ও ছিল(Sandhya Mukhopadhyay critically ill) । গতকাল ফুসফুসে সংক্রমণ আরও বৃদ্ধি পায়। বুধবার সন্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) নিজে ফোন করেন মুখ্যমন্ত্রী, কথা হয় সন্ধ্যা-কন্যার সঙ্গে (Sandhya Mukhopadhyay critically ill)। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতাতেই তাঁকে তড়িঘড়ি এসএসকেএম-এর (SSKM Hospital) উডবার্ন ব্লকে ভর্তি করা হয়। এদিন মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানেই গ্রিন করিডোরে করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত যে কোনও প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
Onkar Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sandhya Mukhopadhyay