corona virus btn
corona virus btn
Loading

পুলিশের আশ্বাসে অবস্থান তুললেন রূপা গঙ্গোপাধ্যায়

পুলিশের আশ্বাসে অবস্থান তুললেন রূপা গঙ্গোপাধ্যায়
নিজস্ব চিত্র

বারুইপুরে অবস্থান তুললেন রূপা গঙ্গোপাধ্যায়। নিহত বিজেপি কর্মী সৌমিত্র ঘোষালের খুনিদের গ্রেফতারের দাবিতে অবস্থান চালাচ্ছিলেন রূপা।

  • Share this:

#কলকাতা: বারুইপুরে অবস্থান তুললেন রূপা গঙ্গোপাধ্যায়। নিহত বিজেপি কর্মী সৌমিত্র ঘোষালের খুনিদের গ্রেফতারের দাবিতে অবস্থান চালাচ্ছিলেন রূপা। ২৪ ঘণ্টা পর পুলিশ জানায় ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপরই অবস্থান তুলে নেন রূপা গঙ্গোপাধ্যায়।

গত সোমবার বিকেলে বারুইপুরের সাউথ গড়িয়ায় খুন হন বিজেপি কর্মী সৌমিত্র ঘোষাল। ২৪ ঘণ্টা পর, বুধবার বিকেলে নিহত বুথ সভাপতির বাড়িতে যান দলের নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। অমিত শাহের রাজ্য সফরের শেষদিনে তাঁকে তেমন ভাবে দেখা যায়নি। বরং সহমর্মিতার বার্তা দিতে, সৌমিত্রর পরিবারের সঙ্গে দেখা করেন রূপা। তারপর থেকে সেখানেই অবস্থানে বসেছেন ওই বিজেপি সাংসদ।

বৃহস্পতিবার সৌমিত্র ঘোষালের শ্রাদ্ধানুষ্ঠান পালিত হয়। তাতে যোগ দেন রূপা। দোষীদের গ্রেফতারের দাবিতে, এদিন বারুইপুরে পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। কয়েকজন কর্মীকে আটকও করা হয়। রাজনৈতিক মহলের একাংশের মত, রাজ্য সফরে এসে দলীয় নেতানেত্রীদের কাঠগড়ায় তুলেছেন খোদ বিজেপি সভাপতি অমিত শাহ। তাই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ তুলে আসলে প্রচারের আলো কাড়তে চাইছেন রূপা।

First published: September 15, 2017, 9:39 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर