corona virus btn
corona virus btn
Loading

‘সরকার থেকে ১ পয়সাও নিই না, বছরে আমার আয় ১০-১২ লাখ টাকা’, নিজের আয় নিয়ে অকপট মমতা বন্দ্যোপাধ্যায়

‘সরকার থেকে ১ পয়সাও নিই না, বছরে আমার আয় ১০-১২ লাখ টাকা’, নিজের আয় নিয়ে অকপট মমতা বন্দ্যোপাধ্যায়
  • Share this:

#কলকাতা: অকপট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিউজ18 বাংলা আয়োজিত রাইজিং বেঙ্গল 2018-এর অনুষ্ঠান মঞ্চে বিশিষ্টজনদের প্রশ্নের উত্তর দিতে দিতে দেখা মিলল অচেনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ গিল্ড কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সকলের সামনে মুখ্যমন্ত্রী তুলে ধরলেন নিজের বাৎসরিক আয় ও আয়ের উৎস ৷

রাইজিং বেঙ্গল 2018-এর অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি সরকার থেকে এক পয়সাও নিই না ৷ রাজ্য সরকারের কাছ থেকে যেমন কোনও বেতন নিই না, পার্লামেন্ট থেকেও কোনও পেনশন নিই না ৷ পেনশনের ৭০ হাজার টাকার একটি পয়সাও ৭ বছরে নিইনি ৷ কিন্তু আমার বছরে আয় প্রায় ১০-১২ লাখ টাকা ৷’

আরও পড়ুন 

‘১৯ এর আগে কেন্দ্রীয় সরকারকে ভ্যানিশ করে দিন’, জাদুকর পি সি সরকার জুনিয়ারকে অনুরোধ মমতার

এরপরই প্রশ্ন ওঠে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী? নেত্রী নিজেই দিয়েছেন এই প্রশ্নের উত্তর ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৮১টি বইয়ের রয়্যালটিই তাঁর আয়ের উৎস ৷ এছাড়া গানের লিরিক লিখেও বেশ কিছু টাকা উপার্জন করেছেন তিনি ৷ যদিও এর বেশিরভাগই তিনি সমাজসেবার কাজে ব্যয় করেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন  লক্ষ্য ২০১৯, ফের বেতন বাড়তে চলেছে এই সরকারি কর্মচারীদের

শুধু সরকারের থেকে কোনও টাকা না নেওয়াই নয়, এমনকি তিনি কোনও সরকারি পরিষেবার সুবিধাও নেন না বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সরকারি গাড়ির বদলে নিজের পুরনো গাড়িটিই ব্যবহার করেন তিনি ৷ এমনকী সরকারি কাজে সার্কিট হাউসে থাকলেও সেই খরচ সরকারি কোষাগার থেকে নয়, নিজের থেকেই খরচ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

First published: September 14, 2018, 9:41 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर