#কলকাতা: হাই কোর্টের (Calcutta High Court) ছোট লালবাড়ির লড়াইয়ে মহিলা আইনজীবীদের জয়জয়কার। দলগতভাবে মিশ্র ফল হলেও ৬৭% আসনে জয়ী হয়েছেন মহিলা আইনজীবীরা। কংগ্রেস, বিজেপি ও তৃণমূল কংগ্রেস (TMC) সমর্থিত আইনজীবীদের হাতে ভাগাভাগি করে দায়িত্ব তুলে দিয়েছেন হাইকোর্টের আইনজীবীরা। সংখ্যার বিচারে এ বারে ভাল ছাপ রেখেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। গুরুত্বপূর্ণ ১৫ পদের ১১টি তৃণমূল কংগ্রেস প্যানেলের আইনজীবীদের দখলে গেছে।
মর্যাদার সভাপতি পদে জয়ী হয়েছেন কংগ্রেসের অরুণাভ ঘোষ। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন বিজেপি প্যানেলের কল্লোল মণ্ডল।সম্পাদক পদে টানটান লড়াই শেষে মাত্র ৬১ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের বিশ্বব্রত বসু মল্লিক। বিজেপি প্যানেলের সম্পাদক পদপ্রার্থী পার্থ ঘোষ পেয়েছেন ৯২৭ ভোট। ৯৮৮ ভোট পেয়েছেন জয়ী তৃণমূলের বিশ্বব্রত। সভাপতি ও সহ-সভাপতি পদে হয়েছে তীব্র লড়াই। সভাপতি পদে কংগ্রেসের অরুণাভ ঘোষের প্রাপ্ত ভোট ১১৫০। তৃণমূল কংগ্রেসের সর্দার আমজাদ আলী পেয়েছেন ১০৫৭ ও বিজেপি—র প্রমীত রায় পেয়েছেন ১০৩২ ভোট।
সহ-সভাপতি পদে জয়পরাজয়ের ব্যবধান মাত্র ১৮ ভোটের। বিজেপি-র কল্লোল মণ্ডল ১২৭২ আর তৃণমূলের সুপ্রিয় চট্টোপাধ্যায় ১২৫৪ ভোট পেয়েছেন। সহ-সম্পাদক পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্যানেলের সোনাল সিনহা। সোনালের প্রাপ্ত ভোট ১৪৩০। আর সহ-সম্পাদক দ্বিতীয় পদেও জয় তৃণমূলের ওয়াসিম আহমেদের। কোষাধ্যক্ষ হয়েছেন তৃণমূলের জয়দীপ ব্যানার্জি।
আরও পড়ুন: পুরভোটের মুখে বাম শিবির ছেড়ে তৃণমূলে, হাওড়ায় রাজনীতিতে বড় বদলের ইঙ্গিত
একনজরে আইনজীবীদের ভোটে জয়ীদের তালিকা।
সভাপতি- অরুণাভ ঘোষ, কংগ্রেস ও বাম সমর্থিত প্রার্থী। সহ-সভাপতি - কল্লোল মণ্ডল, বিজেপি সমর্থিত প্রার্থী। সম্পাদক- বিশ্বব্রত বসু মল্লিক, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী। ১)সহ সম্পাদক- সোনাল সিনহা, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী। ২)সহ সম্পাদক- ওয়াসিম আহমেদ, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী। কোষাধ্যক্ষ- জয়দীপ ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী।
ন'টি এক্সিকিউটিভ সদস্য পদের সাতটি আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। দুই আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। ভোটে জয়ী ৯ এক্সিকিউটিভ সদস্যরা হলেন, সঙ্গীতা রায়, কাকলি নস্কর, সুমন সাহা, দেবলীনা সাহু, অনিন্দিতা ব্যানার্জি, পর্ণা রায়চৌধুরী, সুতপা ব্যানার্জি (দাশগুপ্ত), অমৃতা পাণ্ডে, মেরি দত্ত । সব থেকে বেশি ভোট পেয়েছেন সঙ্গীতা রায় ১৭৭৩। ১৫ সদস্যের কমিটির মধ্যে ৯ জনই মহিলা। ৬০% জয়ী প্রার্থী মহিলা আইনজীবী।
ARNAB HAZRA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court