corona virus btn
corona virus btn
Loading

লকডাউনে মুকুন্দপুরের হোমে অভুক্ত পিঙ্কি, আশা-দের অবশেষে জুটল খাবার

লকডাউনে মুকুন্দপুরের হোমে অভুক্ত পিঙ্কি, আশা-দের অবশেষে জুটল খাবার

লকডাউনে অভুক্ত ছিল কলকাতার মুকুন্দপুরের হোমের বাসিন্দারা

  • Share this:

#কলকাতা: লকডাউনের শহরে খাবারের অভাব নেই,ভালভাবে বললে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে খাবার জুটছে  ভুরিভুরি। তবুও প্রদীপের নিচে অন্ধকার... রয়েছে ব্যতিক্রম রয়েছে এই শহরেই। জুটছে না খাবার... শুনতে অবাক লাগলেও,  উদাহরণ রয়েছে এই শহরেই।

দু'বেলা দু'মুঠো ভাত যাদের জুটত, এখন তাঁরা অভুক্ত, বাবা-মায়ের ঠিকানা সঠিকভাবে জানা নেই। স্নেহের পরশ থেকে বঞ্চিত, বর্তমানে ঠিকানা মুকুন্দপুরের একটি ছোট্ট হোম। নামের  পাশে জুড়ে রয়েছে অনাথ শব্দটি, বেশ কিছু বছর এই শব্দটা ওরা ভুলে গিয়েছিল। সকালে লালচা, দুপুরের ডালভাত এবং রাতে রুটি খেয়ে ওরা জানত না খাদ্য সংকট কি? লকডাউনে  ওরা তা বুঝছে।  যে বন্ধুদের কোনও ঠিকানা ছিল, তারা সেখানে চলে গিয়েছে, বাকি শুধু ৭জন ঠিকানহীন রয়েছে হোমে। সাতজনই ছিল অভুক্ত। স্থানীয় একজনের প্রচেষ্টায় সাময়িক কিছু খাবার মেলে,  কিন্তু লকডাউন না ওঠা পর্যন্ত খাবারের যোগান দেবে কে?

অবশেষে সাহায্যের আত বাড়িয়ে দিলেন রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক । চাল,ডাল, আলু, পেঁয়াজ জুটলো  তামান্না, আশা, পিংকিদের কপালে । শুধু রেশনের ভার নিলেন তা নয়, ভবিষ্যতে সাহায্যের আশ্বাসও দেন তিনি ।

Susovan Bhattacharjee

Published by: Rukmini Mazumder
First published: April 27, 2020, 11:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर