• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ‘একটিবার এখানে আসুন’, এনআরএসে গিয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ অপর্ণা সেনের

‘একটিবার এখানে আসুন’, এনআরএসে গিয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ অপর্ণা সেনের

 • Share this:

  #কলকাতা: সোমবারের ঘটনাকে কেন্দ্র করে এখনও অচলাবস্থা এনআরএসে ৷ এখনও কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা ৷ শুক্রবার সকাল বেলাই এনআরএসে পৌঁছলেন অপর্ণা সেন ৷ সঙ্গে ছিলেন অভিনেতা কৌশিক সেনও ৷

  সোমবার এনআরএসে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে গেলেন অর্পনা সেন ৷ কথা বললেন আন্দোলনকারীদের সঙ্গে ৷ এদিন আন্দোলনকারীদের পাশে থাকার বার্তাও দিলেন তিনি ৷

  এনআরএসে পৌঁছে অর্পনা সেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, ‘ আপনাকে একটাই অনুরোধ ৷ একবারটি এখানে আসুন ৷ কথা বলুন এদের সঙ্গে ৷ আপনি তো এদের অভিভাবকের মতো৷ নিজের অবস্থা থেকে সরে গিয়ে একটু কথা বলুন ৷ অভিভাবকের মতো পাশে থাকুন এদের ৷ ’ এদিন আন্দোলনকারীদের আবেদন মেনে নিতে অনুরোধও করেন তিনি ৷

  এদিন অর্পনা সেনের সঙ্গে এনআরএসে হাজির ছিলেন সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় ও এনআরএসে যান নাট্যকার কৌশিক সেনও ৷

  First published: