কলকাতা: পথ সুরক্ষা নিয়ে সচেতনতা গড়ে তোলার জন্য মহানগরীতে ‘পথ সুরক্ষা মাস’ উদযাপন করছে রিলায়েন্স জিও। কলকাতায় নিজেদের রাজ্য অফিসে তো বটেই, এর পাশাপাশি শহরে নিজেদের বিভিন্ন ফিল্ড লোকেশনেও ৩৪-তম পথ সুরক্ষা মাস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্থার তরফে।
রিলায়েন্স জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের টিমের সমস্ত সদস্যদের মধ্যে এই নিরাপত্তার বিষয়টা সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তোলাই এই উদযাপনের মূল উদ্দেশ্য। আসলে জিও-র লক্ষ্য হল, দুর্ঘটনা-মুক্ত অথবা ক্ষত-মুক্ত সমাজ গড়ে তোলা। আর এই পথ সুরক্ষা মাস উদযাপনই সংস্থার ওই লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
আর পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা গড়ে তোলার জন্য সারা শহর জুড়ে ট্রেনিং সেশনেরও আয়োজন করা হয়েছিল সংস্থার তরফ থেকে। সেখানে জিও-র কর্মী এবং সার্ভিস পার্টনারদের নিরাপত্তার অঙ্গীকার সম্পর্কে পাঠ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সচেতনতা গড়ে তোলার সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতামূলক মূল ব্যবস্থা লাগু করার প্রয়োজনীয়তার উপরেও জোর দেওয়া হয়েছে ওই ট্রেনিং সেশনে।
আরও পড়ুন- বয়স্কদের জন্য রেলে ছাড় কি ফিরবে? বাজেট ঘোষণার দিকে চেয়ে আমজনতা
এখানেই শেষ নয়, এক মাসব্যাপী এই উদযাপনের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পথ নিরাপত্তা সংক্রান্ত নানা ধরনের কার্যক্রম রাখা হয়েছিল। এই তালিকায় ছিল ট্রাফিক পুলিশদের সঙ্গে হাত মিলিয়ে রোড র্যালি, পথ নিরাপত্তা সংক্রান্ত পোস্টার তৈরি ও ক্যুইজ প্রতিযোগিতা, পথ সুরক্ষা নিয়ে কবিতা ও স্লোগান লেখার প্রতিযোগিতা, অনলাইন নিরাপত্তা সংক্রান্ত ক্যুইজ, সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট বা পিপিই প্রদর্শনী ইত্যাদি।
এই সবের মাধ্যমেই পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়েছে। সেই সঙ্গে ওই প্রদর্শনীতে নিরাপত্তা সংক্রান্ত ব্যানার এবং পোস্টারও প্রদর্শন করা হয়।
‘পথ সুরক্ষা মাস’ উদযাপন প্রসঙ্গে রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে যে, এই সংস্থায় নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা কঠোর ভাবে অনুসরণ করা হয়। শুধু তা-ই নয়, এর পাশাপাশি দুর্ঘটনা অথবা আঘাত প্রতিরোধে নিরাপত্তা সংস্কৃতির প্রচার এবং প্রসারও ঘটানো হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jio, Reliance Jio