#কলকাতা: শুধু ‘ধন ধনা ধন’-ই নয়, জিও-র অফারের কোনও শেষ নেই ৷ফ্রি কলের পাশাপাশি এত সস্তায় অফুরন্ত ৪জি ডেটা আর কোনও সংস্থাই দিতে অক্ষম ৷ এতে সমস্যায় পড়েছেন বাকি টেলিকম সংস্থাগুলি ৷তবে প্রতিযোগিতার বাজারে তাঁরা আর পিছিয়ে থাকছেন না ৷ জিও-র সঙ্গে পাল্লা দিতে ভোডাফোনও এবার নতুন একটি প্ল্যান বাজারে নিয়ে এল ৷আনলিমিটেড কল এবং দৈনিক ১জিবি ৪জি ডেটার সেই প্ল্যানটি হল ২৪৪ টাকার ৷‘মাই ভোডাফোন অ্যাপ’ থেকে রিচার্জ করলে ভোডাফোন ৫ শতাংশ ক্যাশব্যাকও দেবে বলে ঘোষণা করেছে ৷
এই প্ল্যানটিতে গ্রাহকরা দিনে ১ জিবি করে ৩জি বা ৪জি ডেটা পাবেন। এ ছাড়াও পাওয়া যাবে ভোডাফোনেরই অন্যান্য নম্বরে আনলিমিটেড ভয়েস কল। তবে এই প্ল্যানটি শুধু নতুন গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, যাঁরা ইতিমধ্যেই ভোডাফোনের গ্রাহক, তাঁদের জন্য এই প্ল্যানটি প্রযোজ্য নয়। একবার ২৪৪ টাকা দিয়ে রিচার্জ করলে অফারটি বৈধ থাকবে ৭০ দিনের জন্য ৷ সেটা শেষ হলে তারপর থেকে ৩৫ দিনের জন্যই বৈধ থাকবে প্ল্যানটি ৷২৪৪ টাকার পাশাপাশি ৩৪৬ টাকার একটি প্ল্যানও ভোডাফোন এনেছে ৷ ৫৬ দিনের বৈধ এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে ডেটার পাশাপাশি প্রতিদিন যে কোনও নেটওয়ার্কে ৩০০ মিনিট পর্যন্ত কল করা যাবে ৷