#কলকাতা: রিলায়েন্স জুয়েলস ভারতের সবথেকে বিশ্বস্ত জুয়েলারি ব্র্যান্ড। রিলায়েন্স জুয়েলারি কলকাতায় তাদের দ্বিতীয় শোরুম খুললো। ভিআইপি রোডের ওপর আর এস দাগ নং ৫৫১, কলকাতা-৫৯-এ রিলায়েন্স তাদের এই শোরুমটি খুলেছে। এই শোরুমের আভিজাত্যমাখা নকশা কেড়ে নেবে ক্রেতাদের মন। এই নতুন শোরুমে পাওয়া যাবে ট্র্যাডিশনাল ও কনটেমপোরারি জুয়েলারি কালেকশন। সোনার গয়নায় থাকছে নানারকম স্টাইল। যেমন, কালকুট্টি, পোলকি, জড়োয়া, অ্যান্টিক, মিনাকারি, আরো অনেক কিছু। আপনার সব অনুষ্ঠানের জন্য গয়না এখন এখানেই পাবেন।এই নতুন শোরুমের উদ্বোধন অনুষ্ঠান যাপন করার জন্য রিলায়েন্স জুয়েলস ২০ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে সোনার গয়নায়। হীরের গয়নাতেও থাকছে ২০ শতাংশ ডিসকাউন্ট। প্রথম ১০০ জন ক্রেতার জন্য থাকছে সোনার কয়েন ফ্রি এবং ৫ শতাংশ আরও ছাড়। ২ লাখ টাকার ওপরের হীরের গয়নাতেও থাকছে আলাদা ছাড়। এই অফার চলবে ১৬ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diamond, Gold, Reliance jewels