#কলকাতা: টার্গেট ২০১৯। টার্গেট বিজেপি মুক্ত ভারত। কোন পথে জাতীয় রাজনীতি? কীভাবে তৈরি হবে বিরোধী ঐক্য? রাইজিং বেঙ্গলের মঞ্চে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আঞ্চলিক দল নিয়ে ভোটারদের মনোভাব বদলাচ্ছে। এই বদলই ২০১৯ এর চাবিকাঠি। ২০১৯ এর ভোট নিয়ে বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: #RisingBengal: কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ থেকে কতজন টাকা পেয়েছেন ? মোদি সরকারকে তোপ মমতার
টার্গেট ২০১৯। পরবর্তী লোকসভার যুদ্ধে রাজনীতির ছবিটা কেমন হবে? রাজনৈতিক পট পরিবর্তনের পক্ষে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের। দাবি করলেন, রাজনীতির চেনা ছবিটা বদলে দেবে ২০১৯।
শাসকদল বনাম বিরোধী। জাতীয় দল বনাম আঞ্চলিক দল। দেশে রাজনীতির চাকা অত্যন্ত দ্রুত ঘুরছে। বদলাচ্ছে
আরও পড়ুন: মানুষ বিজেপিকে চায় না, বুলেট ট্রেনের গতিতে পরিবর্তন চাইছে : মোদি-অমিতকে নিশানা মমতার
নোটবাতিল থেকে অসহিষ্ণুতা - আর্থিক নীতি কিংবা রাজ্যগুলির প্রাপ্য মিটিয়ে দেওয়া - বিভিন্ন ইস্যুতে বিজেপি বিরোধীতায় জোট বাঁধছে বিরোধী আঞ্চলিক দলগুলো। এটাই লোকসভা ভোটের ফ্যাক্টর হয়ে উঠবে বলে দাবি মমতার।
আরও পড়ুন: ‘১৯ এর আগে কেন্দ্রীয় সরকারকে ভ্যানিশ করে দিন’, জাদুকর পি সি সরকার জুনিয়ারকে অনুরোধ মমতার
জোট সরকার কি স্থায়ী হবে? সংশয় দূর করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, মনোভাব বদলাচ্ছে আঞ্চলিক দলগুলিরও। সেটাই জোট সরকারের স্থায়ীত্বের চাবিকাঠি।