#কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ পঞ্চায়েত ভোটের মুখে শিক্ষক নিয়োগে ছাড় ৷ সোমবার উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে অনুমতি দিল হাইকোর্ট ৷ ১৪ হাজার শিক্ষকের প্যানেল তৈরি করা হয়েছে ৷ ১২ হাজার ৬০০ জনকে নিয়োগ করা যাবে ৷ ১০ শতাংশ পদে নিয়োগ হবে না ৷ মামলাকারীদের জন্য এই পদ সংরক্ষিত রাখা হবে ৷
আরও পড়ুন:
কমিশন জানিয়েছে, ইন্টারভিউয়ের দিনক্ষণ তারা প্রায় চূড়ান্ত করেই ফেলেছে। কিন্তু, নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় তা ঘোষণা করা যাচ্ছে না। পঞ্চায়েত ভোট শেষ হলেই ইন্টারভিউয়ের দিনক্ষণ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। কমিশন সূত্রে খবর, রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রায় ১৪ হাজার শূন্য পদ রয়েছে।
পঞ্চাম থেকে অষ্টম শ্রেণির জন্য এই সব শিক্ষক পদে টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্তদের পাশাপাশি প্রশিক্ষণহীনরাও সুযোগ পাবেন। তবে, শূন্যপদের চেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের সংখ্যা বেশি হলে, প্রশিক্ষহীনদের আর ইন্টারভিউয়ে ডাকা হবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Higher Primary, Panchayat Election 2018, Teacher Recruitment