#কলকাতা: গত দু’বছরের তুলনায় এবছর মেট্রোয় আত্মহত্যা বেড়েছে। বৃহস্পতিবার সকালে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আত্মহত্যা করেন এক ব্যক্তি। এ মাসে আত্মহত্যার জন্য মেট্রোর লাইনে ঝাঁপ দিয়েছেন ৬ জন। কলকাতা মেট্রোর ৩৫ বছরের ইতিহাসে কোনও এক মাসে এত আত্মহত্যার চেষ্টা নজিরবিহীন।
আত্মহত্যার জেরে বৃহস্পতিবার সকালে ফের থমকে গেল মেট্রো পরিষেবা। রবীন্দ্র সদনে কবি সুভাষগামী মেট্রোর সামনে মরণঝাঁপ দেন এক ব্যক্তি। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার জেরে ৭টা ৪৫ থেকে ৮টা ২০ পর্যন্ত মেট্রো বন্ধ ছিল।
চলতি মাস শেষ হতে বাকি এখনও বেশ কয়েকদিন। তার মধ্যেই কলকাতা মেট্রোয় এক মাসে আত্মহত্যার চেষ্টার রেকর্ড তৈরি হয়ে গেল। চলতি মাসে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়েছেন ৬ জন। মেট্রোর ৩৫ বছরের ইতিহাসে এর আগে কখনও এক মাসে এত আত্মহত্যার চেষ্টা হয়নি।
-- সেপ্টেম্বর ২০১৯- মেট্রোয় আত্মহত্যার চেষ্টা ৬ জনের -- ১৯৮৪ থেকে ধরলে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ আত্মহত্যার চেষ্টা
বছরের হিসাব বলছে, মরণঝাঁপে মৃত্যুও বাড়ছে। ২০১৭ ও ২০১৮ সালের তুলনায় চলতি বছরের ৯ মাসে আত্মহত্যার চেষ্টা কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে।
২০১৭ সালে মেট্রোয় ঝাঁপ দেন ২০ জন, মৃত্যু হয় ৪ জনের। ২০১৮ সালে ২১ জন ঝাঁপ দেন, মৃত্যু হয় ২ জনের।
চলতি বছরের ৯ মাসে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করেছেন ১২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। অনেক বার অনেক কথা বলা হলেও মেট্রোর লাইনে ঝাঁপ ঠেকাতে কোনও কার্যকর ব্যবস্থা এখনও হয়নি।
আরও দেখুন-