#কলকাতা: বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রবিবার সকালে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর। কলকাতার কেষ্টপুরের সমর সরণিতে তাঁর বাড়ির দোতলায় আগুন লাগে।
সকাল সাড়ে ৭টা নাগাদ তিনতলা বাড়ির দোতলায় আগুন লাগে। ওই বাড়িতেই থাকতেন জ্যোতিষী জয়ন্ত রায়চৌধুরী তথা জয়ন্ত শাস্ত্রী। সকালবেলা ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন স্থানীয়রা। তালা ভেঙে ভিতরে ঢুকে অচৈতন্য অবস্থায় গৃহকর্তা জয়ন্ত শাস্ত্রীকে উদ্ধার করেন দমকল কর্মীরা। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার কাজ সেরে রাতে বাড়িতে ফিরেছিলেন ৷ তারপর রবিবার সকালেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ প্রতি রবিবার নিজের বাড়ির চেম্বারেই বসতেন জয়ন্ত শাস্ত্রী ৷ পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলের জ্যোতিষ অনুষ্ঠানেও অত্যন্ত পরিচিত মুখ ছিলেন তিনি ৷
পুলিশের অনুমান যে ঘরে জয়ন্তবাবু ছিলেন ৷ ওই ঘরেই আগুন লাগে ৷ তারপর ধোঁয়ায় দমবন্ধ হয়েই মৃত্যু হয় তাঁর ৷ পাশাপাশি শরীরের কিছু অংশ পুড়েও গিয়েছিল ৷ জয়ন্ত শাস্ত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট এলেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ ৷
ঘটনার সময়ে জয়ন্তবাবুর পরিবারের কেউ ওই বাড়িতে উপস্থিত ছিলেন না ৷ দোতলায় একাই ছিলেন জ্যোতিষ সম্রাট ৷ জয়ন্তবাবুর স্ত্রী গিয়েছিলেন পুজো উপলক্ষে নিজের কৃষ্ণনগরের বাড়িতে ৷ রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন ৷ কিন্তু বাড়িতে সর্বত্র তালা লাগানো থাকায় অনেক চেষ্টা করেও তারা কিছু করে উঠতে পারেননি ৷ এরপর খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ সিগারেটের থেকে আগুন লাগতে পারে বলেও অনুমান করা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jayanta Shastri