#রামপুরহাট: রামপুরহাট থানার আইসির পর সাসপেন্ড করা হল রামপুরহাটের এসডিপিওকে। বৃহস্পতিবার এসডিপিও সায়ন আহমেদকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল। এর আগে এসডিপিওকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল রাজ্য সরকার, এ বার তাঁকে সাসপেন্ড করে দেওয়া হল।
বৃহস্পতিবার বগটুই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি রাজ্যের পুলিশকে নির্দেশ দেন, পুলিশেয় যে আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সেই নির্দেশের পরেই প্রথমে রামপুরহাট থানার আইসি ও পরে এসডিপিওকে সাসপেন্ড করে দিল রাজ্য পুলিশ।
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বগটুই গ্রামকে। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে সন্ধ্যায় বগটুই যান রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। পুলিশ সূত্রে খবর, কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বগটুই গ্রামকে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে গিয়ে নিরাপত্তার কথা বলেন। বলেন গ্রামবাসীদের সকলে যাতে নিরাপদে থাকতে পারেন, তার ব্যবস্থা করতে বিশেষ আয়োজন করবে রাজ্য।
আরও পড়ুন : মেগা রিক্রুটমেন্ট! স্টাফ সিলেকশন কমিশনে ৩৬০৩ শূন্যপদে নিয়োগ, আজই আবেদন করুন...
সেই নির্দেশের কয়েকঘণ্টার মধ্যে কার্যত বিশেষ নিরাপত্তা দিয়ে মুড়ে ফেলা হয়েছে বগটুই গ্রাম। পুলিশ সূত্রে খবর, গ্রামের নিরাপত্তার দায়িত্বে দুটি শিফটে থাকবেন এক জন ডিএসপি, দু'জন ইন্সপেক্টর ও এক জন সাব ইন্সপেক্টর পর্যায়ের অফিসার। এ ছাড়াও ৫৪ জন করে পুলিশ কর্মী দিনের দুটি অর্থে গ্রামের নিরাপত্তায় মোতায়েন থাকবেন।
আরও পড়ুন : ‘সরানো হোক রাজ্যপালকে’, রামপুরহাট কাণ্ডে অমিত শাহর দরবারে আর্জি সুদীপদের
গ্রামে পুলিশের রাতভর টহলদারি চলবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, গ্রামের মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেছিলেন, যাঁরা এখনও ঘরছাড়া তাঁদের ঘরে ফেরাতে হবে। সেই নির্দেশের পরেই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বগটুই গ্রামে যান সন্ধ্যা সাড়ে যান। গ্রামে এসে তিনি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং কর্তব্যরত পুলিশকর্তাদের সঙ্গে কথা বলেন। তাঁর নির্দেশ অনুসারে বলা হয়েছে, বগটুই গ্রামে তৈরি হবে নির্দিষ্ট একটি পুলিশ ক্যাম্প। সেই পুলিশ ক্যাম্পের মাধ্যমে গ্রামের বিভিন্ন বিষয়ে নিরাপত্তা বজায় রাখা হবে। এ ছাড়া আদালতের নির্দেশে যে সিসি ক্যামেরা বসানো হয়েছিল গ্রামে, সেগুলির বিষয়েও খোঁজ খবর নেন রাজ্যপুলিশের ডিজি। দেখেন, সেগুলি কাজ করছে কি না।
সোমরাজ বন্দ্য়োপাধ্য়ায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rampurhat