#কলকাতা: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থাকলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অনুপস্থিতি নিয়ে আগে থেকে তিনি মুখ্যমন্ত্রী বা দলের শীর্ষ নেতৃত্বকেও কিছু জানাননি বলে খবর৷ নিজের মোবাইল ফোনও বন্ধ রেখেছেন রাজীব৷ ফলে চেষ্টা করেও বনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷ যার জেরে ফের একবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রতি মনোভাব নিয়ে জল্পনা তৈরি হয়েছে৷ দলের সঙ্গে দুই দফার আলোচনার পরও কেন রাজীব এ দিন মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত থাকলেন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷
সূত্রের খবর, এ দিন মন্ত্রিসভার বৈঠকে মোট চারজন মন্ত্রী অনুপস্থিত ছিলেন৷ রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়াও আসেননি গৌতম দেব, চন্দ্রনাথ সিংহ ও রবীন্দ্রনাথ ঘোষ৷ কিন্তু বাকি তিনজনই দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারেননি বলে খবর৷ মুখ্যমন্ত্রীকেও অবহিত করেছিলেন তাঁরা৷ কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে রাজীবকে নিয়েই৷
শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব তৈরি হওয়ার মধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায়ও সাম্প্রতিক কালে নাম না করেই দলের সমালোচনায় একাধিকবার সরব হয়েছেন৷ এর পরেই বনমন্ত্রীর সঙ্গে আলোচনা শুরু করে দল৷ তাঁর ক্ষোভ প্রশমনে ইতিমধ্যেই রাজীবের সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ রবিবারও পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে গিয়ে বৈঠক করে আসেন বনমন্ত্রী৷ বৈঠক শেষে তিনি নিজের সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনা টানাতেও আপত্তি জানান৷ দলবদলের জল্পনাও কার্যত উড়িয়ে দেন৷ তৃণমূল সূত্রে জানা যায়, ফের রাজীবের সঙ্গে বৈঠক হওয়ার কথা পার্থ চট্টোপাধ্যায়ের৷
যদিও দলীয় সূত্রে খবর, রাজীব মুখে যা বলছেন তার সঙ্গে তাঁর কাজের মিল থাকছে না৷ নিজের অবস্থান না বদলে এ দিনও মন্ত্রিসভার বৈঠকে আসেননি তিনি৷ রাজ্য মন্ত্রিসভার গত বেশ কয়েকটি বৈঠক রাজীব এ ভাবেই এড়িয়ে গিয়েছেন বলেও খবর৷ রাজীবকে নিয়ে তাই তৃণমূলে অস্বস্তি থেকেই গেল৷ শুভেন্দু অধিকারী সহ একঝাঁক তৃণমূল বিধায়ক গত শনিবার বিজেপি-তে যোগ দিয়েছেন৷ রাজীব বন্দ্যোপাধ্যায়ও সেই পথে হাঁটবেন কি না, সেটাই রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা৷ তবে এ দিন অবশ্য মন্ত্রিসভার বৈঠক শেষে রাজীবের অনুপস্থিতির বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
Abir Ghosalনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Rajib Banerjee, TMC