হোম /খবর /কলকাতা /
স্বাধীনতা দিবসে মন্ত্রী রাজীবের নতুন গান, সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়

স্বাধীনতা দিবসে মন্ত্রী রাজীবের নতুন গান, সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়

রাজীবের প্রতি যে দল আর নরম হবে না তা আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে৷ সেই কারণে লক্ষ্মীরতন শুক্লা দল ছাড়ার সঙ্গে সঙ্গে হাওড়া শহরে দলের জেলা সভাপতি হিসেবে অরূপ রায়ের ঘনিষ্ঠ ভাস্কর ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছে দল৷ অথচ অরূপ রায়ের উপরেই মূল ক্ষোভ ছিল রাজীব, লক্ষ্মীর৷ নাম না করে রাজীব প্রকাশ্যে সেকথা বলেওছেন৷ কিন্তু সেই অরূপ রায়ের সুপারিশ মেনে তাঁর ঘনিষ্ঠ যুবনেতাকে নতুন দায়িত্ব দিয়ে রাজীবকে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছে দল৷

রাজীবের প্রতি যে দল আর নরম হবে না তা আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে৷ সেই কারণে লক্ষ্মীরতন শুক্লা দল ছাড়ার সঙ্গে সঙ্গে হাওড়া শহরে দলের জেলা সভাপতি হিসেবে অরূপ রায়ের ঘনিষ্ঠ ভাস্কর ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছে দল৷ অথচ অরূপ রায়ের উপরেই মূল ক্ষোভ ছিল রাজীব, লক্ষ্মীর৷ নাম না করে রাজীব প্রকাশ্যে সেকথা বলেওছেন৷ কিন্তু সেই অরূপ রায়ের সুপারিশ মেনে তাঁর ঘনিষ্ঠ যুবনেতাকে নতুন দায়িত্ব দিয়ে রাজীবকে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছে দল৷

দেশাত্মবোধক এই গান রচনা করেছেন রাজীব বাবুর পরিচিত সুজয়। সুজয়কে অবশ্য বিভিন্ন সময় তৃণমূলের নানা প্রচারমূলক গানে দেখা গিয়েছে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষে এবার গান গাইলেন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। দেশমাতৃকার জন্য তাঁর এই নতুন গান ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। সুজয় গোস্বামীর লেখা ও সুর করা এই গান গেয়ে উচ্ছ্বসিত মন্ত্রী রাজীব। 'অ্যায় বতন, অ্যায় বতন, জানে যা, জানেমন' - গানের এই লাইন মন ছুঁয়েছে সকলের। এর আগে গালওয়ানের শহিদদের স্মৃতি তর্পণ করে তিনি গান গেয়েছেন। তার পরে কার্গিল দিবসে শহিদদের স্মরণে কবিতা পাঠ করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব বন্দোপাধ্যায়।

হিরোদ মল্লিকের লেখা কবিতার লাইনগুলিকে গানের আকারে বেঁধে শহিদ তর্পণ করেছিলেন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। গেয়েছিলেন, 'যাঁরা সীমান্তে জাগে নিশিদিন/ হাসিমুখে দেয় প্রাণ/ তাঁরা তো সকলে তোমার আমার ঘরেরই সন্তান/শত্রুর সাথে ওরা নির্ভীক প্রাণে/পাঞ্জা কষে কারগিলে-গালওয়ান'৷ তারও আগে লাদাখের ঘটনায় শহিদ ভারতীয় সেনাদের উদ্দেশে তিনি গান গেয়েছিলেন।

নিজের বিধানসভা কেন্দ্রের মঞ্চ হোক বা মুখ্যমন্ত্রীর সভা। একাধিকবার গলা ছেড়ে গান গাইতে শোনা গিয়েছে মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়কে। তবে সেটা নিতান্তই অন্য ধরনের গান। এবার দেশ ও সেনাদের উদ্দেশে তিনি গাইছেন দেশাত্মবোধক গান। পাঠ করছেন দেশাত্মবোধক কবিতা। সুজয় গোস্বামীর লেখা ও সুর করা ছিল আগের গানটি৷ দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে এটি বানানো হয়েছিল।

রাজীববাবু জানিয়েছেন, "দেশের সীমানা যাঁরা রক্ষা করেন তাঁদের জন্যেই আমরা রাতে নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারি। সেনাদের এই আত্মবলিদান আমাদের মনে রাখতে হবে। তাই এই গান ও কবিতা আমি গেয়েছি ও পাঠ করেছি।'

দেশাত্মবোধক এই গান রচনা করেছেন রাজীব বাবুর পরিচিত সুজয়। সুজয়কে অবশ্য বিভিন্ন সময় তৃণমূলের নানা প্রচারমূলক গানে দেখা গিয়েছে। এর  আগে তিনি মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের জন্যে হিন্দিতে গান লিখে দিয়েছিলেন। নয়া গানের প্রতিটি ছত্রে ছত্রে দেশাত্মবোধক নানা শব্দের উল্লেখ রয়েছে। রাজীব বাবু জানিয়েছেন, 'দেশকে ভালোবেসে আমার এই গান ও কবিতা।' একই সাথে তাঁর উপলব্ধি, সীমান্ত রক্ষা করার কাজ যাঁদের তাঁদের ভাল থাকার জন্য আমাদেরও এগিয়ে আসা উচিত। তাই এই গান ও কবিতা প্রত্যেকের। তবে তিনি মনে করেন নাগরিকদের আরও বেশি সচেতন হওয়া জরুরি। তাহলে দেশের মানুষের শ্রদ্ধা আরও বাড়বে।

তবে শুধু শ্রদ্ধা জানিয়ে গান গাওয়া বা কবিতা পাঠ নয়, প্রয়োজনে তিনি সীমান্তে গিয়ে সেনাদের অনুপ্রাণিত  করতে গান গাইবেন ও কবিতা পাঠ করবেন বলেও জানিয়েছেন তিনি। আপাতত ফেসবুক, ট্যুইটার, ইউটিউবে শোনা যাচ্ছে এই নতুন গানের ভিডিও সহ কবিতা পাঠটি। মন্ত্রী জানাচ্ছেন শুধু গান গেয়ে বা কবিতা পড়ে ক্ষান্ত হলে চলবে না। তিনি গালওয়ানের দুই শহিদ পরিবারের সদস্যদের সাথে দেখা করতে চেয়েছেন। রাজীব বন্দোপাধ্যায়ের পরিবারের তরফ থেকে একটা ট্রাস্ট চালানো হয়। সেই ট্রাস্ট গালওয়ানে নিহত দুই শহিদ পরিবারের যে বা যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার দায়িত্ব নেবে। তবে তাঁর নয়া গানের শুরুতে একটা লাইন নজরে পড়ার মতো, যেখানে বলা হয়েছে, কর্মে বিশ্বাস রাখো।

Abir Ghosal

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Rajib Banerjee, TMC