#কলকাতা: ইস্তফায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে৷ এই অভিযোগেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণ না করে রাজীবকে মন্ত্রিসভা থেকে অপসারণ করছেন মুখ্যমন্ত্রী৷ এমনই খবর নবান্ন সূত্রে৷ রাজীব বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেছিলেন, কালীঘাটের বাড়ির অফিসে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীর অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই পদত্যাগপত্র তুলে দেন তিনি৷
নবান্ন সূত্রের দাবি, নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী পদত্যাগ করলে তাঁর পদত্যাগপত্র প্রথমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে হয়৷ কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি৷ রাজীব বন্দ্যোপাধ্যায় প্রথমে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দাবি নবান্নের৷ সেই কারণেই মুখ্যমন্ত্রী রাজীবকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর৷
রাজীবের দাবি অনুযায়ী, এ দিন হরিশ চ্যাটার্জী স্ট্রিটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দেওয়ার পরই রাজভবনে গিয়েছিলেন তিনি৷ রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁর৷ রাজভবন থেকে বেরিয়েই নিজের ইস্তফা নিয়ে মুখ খোলেন রাজীব৷ দাবি করেন, আড়াই বছর আগেই ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি৷ কান্নাতেও ভেঙে পড়েন ডোমজুড়ের বিধায়ক৷ নিজের ইস্তফাপত্রের ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন রাজীব৷
Kamalika Sen Gupta