#নয়াদিল্লি: সুপ্রিমকোর্টে বিপাকে রাজীব কুমার ৷ কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই রিপোর্ট পেশ করেছে ৷ সিবিআইয়ের অভিযোগ গুরুতর বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷ ১০ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট তৈরির নির্দেশ সিবিআইকে ৷ এরপর সাতদিনের মধ্যে সিবিআই রিপোর্টের উত্তর দিতে হবে রাজীবকে ৷
সারদা চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমারকে করা জিজ্ঞাসাবাদ করে সিবিআই-এর দেওয়া রিপোর্টে খুবই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে মঙ্গলবার জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷
সূত্রের খবর অনুযায়ী, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, যে গুরুত্বপূর্ণ বিষয় পাওয়া গিয়েছে তাতে চোখ বন্ধ করে থাকা যায় না।রাজীব কুমারের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে আবেদন জমা করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI, Kolkata EX CP Rajeev Kumar, Rajeev Kumar, Supreme Court