#নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আইনি সুরক্ষার মেয়াদ বাড়ানোর আবেদন রাজীব কুমারের। শুক্রবারই রাজীব কুমারকে গ্রেফতারির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সুপ্রিম কোর্ট।
সিবিআই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে বলেও জানিয়ে দেয় শীর্ষ আদালত। তবে তার আগে ৭দিনের সময় দেওয়া হয় রাজীবকে।
কিন্তু রাজ্যজুড়ে আইনজীবীদের কর্মবিরতির জেরে আগাম জামিনের আবেদনে সমস্যায় পড়েন তিনি। সেই কারণ দেখিয়েই আইনি সুরক্ষার মেয়াদ ৭ দিনে বাড়ানোর আবেদন করেন রাজীব কুমার। ‘রাজীবের আবেদনের শুনানির এক্তিয়ার নেই তাঁদের’, রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদনের পরামর্শ বিচারপতিদের দুই সদস্যের বেঞ্চের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Extension Of Protection, Rajeev Kumar, Rajeev Kumar moves SC