Home /News /kolkata /
আগাম জামিনের আবেদন খারিজ, গ্রেফাতর হবেন রাজীব কুমার?

আগাম জামিনের আবেদন খারিজ, গ্রেফাতর হবেন রাজীব কুমার?

photo: News18 Bangla

photo: News18 Bangla

 • Share this:

  #কলকাতা: যে কোনও মুহূর্তে কি গ্রেফতার হতে পারেন রাজীব কুমার? কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের ভাগ্য আপাতত সিবিআইয়ের হাতে। আগাম জামিনের আবেদন জানিয়ে বারাসত আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজীব। কিন্তু পদ্ধতিগত ভুল থাকায় সেই আবেদন বাতিল হয়। শুক্রবার সুপ্রিম কোর্টও স্বস্তি দেয়নি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে।

  একবার সুপ্রিম কোর্ট। আবার নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন।  তবুও স্বস্তি পেলেন না রাজীব কুমার। গত ১৭ মে রাজীবকে সাতদিনের রক্ষাকবচ দেয় সুপ্রিয় কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছিল, এই সময়ে আগাম জামিন না পেলে তাঁকে হেফাজতে নিতে পারে সিবিআই। শুক্রবারই তাঁর মেয়াদ শেষ হয়। এদিন শীর্ষ আদালতে হাজির হয়ে রক্ষাকবচের সময়সীমা বাড়ানোর আবেদন করেন রাজীব। তাঁর আইনজীবী জানান, রাজ্যের আদালতে আইনজীবীদের কর্মবিরতি চলায় নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন করা যাচ্ছে না। কিন্তু সেই যুক্তি মানতে চায়নি সুপ্রিম কোর্ট।  বিচারপতিরা বলেন, রাজ্যের আদালতে আইনজীবীদের কর্মবিরতি চলছে। বিচারকদের নয়। আবেদনকারী নিম্ন আদালতে আবেদন করতেই পারেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করা হয়। কিন্তু হলফনামা ও স্ট্যাম্প ডিউটি না থাকায় সেই আবেদন খারিজ করে দেন বিচারক। তবে তারমধ্যেই আইনজীবীদের কর্মবিরতির মধ্যে কেন আবেদন গ্রহণ করা হল, সেই প্রশ্ন তুলে বিচারকের ঘরের সামনে বিক্ষোভ দেখান বেশ কিছু আইনজীবী। জামিনের আবেদন বাতিল হওয়ায় রাজীব কুমারের আইনি রক্ষাকবচ উঠছে। অর্থাৎ শুক্রবার রাত বারোটার পর রাজীব কুমারকে গ্রেফতার করতে সিবিআই-এর বাধা রইল না। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেই পথে হাঁটবে কিনা সেটা তাদের উপরই নির্ভর করছে।  বৃহস্পতিবার বিপুল সাফল্য নিয়ে কেন্দ্রের ক্ষমতায় ফিরেছে মোদি সরকার। রাজীব কুমার বনাম সিবিআই লড়াইয়ে এই বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

  First published:

  Tags: CBI, Rajeev Kumar, Supreme Court

  পরবর্তী খবর