#কলকাতা: রবিবার থেকে আবারও অতিভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। কোচবিহার ও আলিপুরদুয়ারে রবি ও সোমবার প্রবল বর্ষণের সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই। আপাতত বিক্ষিপ্ত দু-এক পশলা ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷
দক্ষিণবঙ্গেও আজ, শুক্রবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে। কলকাতা-সহ বাকি জেলাতেও মেঘলা আকাশ ৷ বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা। অক্ষরেখার পূর্বাংশ দক্ষিণে সরে গয়া হয়ে বাঁকুড়া ও দিঘার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।কলকাতায় আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক।
মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে শুক্রবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল, শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টায়। দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় দু-এক পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি কোচবিহার জলপাইগুড়িতে। রবি ও সোমবার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এও।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা। অক্ষরেখার পশ্চিমবঙ্গ হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান। পূর্বাংশ সরে গিয়ে গয়া, বাঁকুড়া, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর । আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কেরল উপকূলের লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায়।
এই সিস্টেম এর প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন-চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে ওড়িশা, বিহার, উত্তরবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরাতে। আগামী ৪-৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণ ভারতের উপকূলের রাজ্যগুলিতে, মূলত কঙ্কন ও গোয়া এলাকায়।
উত্তর-পশ্চিম ভারতের রাজ্য মূলত পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ এবং জম্মু-কাশ্মীরে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ দক্ষিণের দিকে সরে আসায় আরও একবার প্রবল বৃষ্টি হতে পারে উত্তর-পশ্চিম ভারতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Weather Forecast, Weather Report