#কলকাতা: আগামী কয়েক দিন ঝড় বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জের। শনি রবিবার ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় সিকিম ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। তার জেরে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর প্রদেশ থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই জোড়া সিস্টেম এর প্রভাবে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি।
আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ৫৫ কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ হতে পারে শিলাবৃষ্টি। ৭0 থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দমকা হাওয়া বইতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।
কলকাতাতেও আজ সারা দিন মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ডিগ্রি নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯০ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য পয়েন্ট ৬ মিলিমিটার।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবার ঝড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল হবার আশঙ্কা।এর জেরে পশ্চিমবঙ্গ ওড়িশার মৎস্যজীবীদের ওই এলাকার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার উঠছে শুক্রবার রাতে। এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। মূলত জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখন্ড সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা।
তাপমাত্রা বাড়বে তেলেঙ্গানা ও কর্নাটকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Weather Forecast