Home /News /kolkata /
দক্ষিণবঙ্গে শুরু বর্ষার বৃষ্টি, কলকাতা, হাওড়ায় ঘাটতি চরমে

দক্ষিণবঙ্গে শুরু বর্ষার বৃষ্টি, কলকাতা, হাওড়ায় ঘাটতি চরমে

photo: Monsoon

photo: Monsoon

মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় তিন অগাস্টের পর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

 • Share this:

  #কলকাতা: অবশেষে দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমি বায়ু। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হল বর্ষার বৃষ্টি। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় তিন অগাস্টের পর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

  সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি৷ ৩ অগাস্টের পর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস৷ মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে শুরু হল বর্ষার বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ৪৮ ঘণ্টা পরে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা৷ ৭ অগাস্ট পর্যন্ত সক্রিয় থাকবে মৌসুমী অক্ষরেখা৷ ৩-৬ অগাস্ট ভারী বৃষ্টির পূর্বাভাস৷ তবে আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। ওড়িশা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সমুদ্র উত্তাল থাকায় আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি শুরু হওয়ায় কিছুটা স্বস্তি মিলবে আমন চাষে। পুরুলিয়া, ক্যানিং, বাঁকুড়া জেলা জুড়েও সকাল থেকেই স্বস্তির বৃষ্টি। কিন্তু তাতেও কমেনি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি। রাজ্যে এখনও বৃষ্টির ঘাটতি ২৯%, কলকাতায় বৃষ্টির ঘাটতি ৬৪%, হাওড়ায় বৃষ্টির ঘাটতি ৭৯%৷ বৃষ্টিতে গাছের ডাল ভেঙে বিপত্তি কোন্নগরে। স্টেশন থেকে দিল্লিরোড যাওয়ার রাস্তায় ডাল ভেঙে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। ব্যহত হয় বিদ্যুৎ সংযোগও।
  First published:

  Tags: Monsoon, Rain, Weather

  পরবর্তী খবর