• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • অস্বস্তিকর গরম কাটিয়ে নামল স্বস্তির বৃষ্টি, সঙ্গে ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর তাণ্ডব

অস্বস্তিকর গরম কাটিয়ে নামল স্বস্তির বৃষ্টি, সঙ্গে ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখীর তাণ্ডব

শনিবার বিকেলে অস্বস্তিকর গরম কাটিয়ে নামল স্বস্তির বৃষ্টি ৷ অস্বাভাবিক অস্বস্তিকর গরমের পর শান্তির বারিধারায় ভিজল তিলোত্তমা ৷

শনিবার বিকেলে অস্বস্তিকর গরম কাটিয়ে নামল স্বস্তির বৃষ্টি ৷ অস্বাভাবিক অস্বস্তিকর গরমের পর শান্তির বারিধারায় ভিজল তিলোত্তমা ৷

শনিবার বিকেলে অস্বস্তিকর গরম কাটিয়ে নামল স্বস্তির বৃষ্টি ৷ অস্বাভাবিক অস্বস্তিকর গরমের পর শান্তির বারিধারায় ভিজল তিলোত্তমা ৷

 • Share this:

  #কলকাতা: শনিবার বিকেলে অস্বস্তিকর গরম কাটিয়ে নামল স্বস্তির বৃষ্টি ৷ অস্বাভাবিক অস্বস্তিকর গরমের পর শান্তির বারিধারায় ভিজল তিলোত্তমা ৷ এদিন সন্ধে থেকেই কলকাতায় নামল মুষলধারে বৃষ্টি ৷ শুধু কলকাতাতেই নয় দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও নেমেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ৷ শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ মাঝে মধ্যে রোদের দেখা মিললেও, বেশিরভাগ সময় শহরের আকাশ মেঘলা ছিল ৷  বর্ধমান,পুরুলিয়া, বাঁকুড়ায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে ৷ বিহারে ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের দিকে সরে আসায়, রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি বদলায় ৷ গত কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর স্বস্তির বৃষ্টি নামে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় ৷ গত কয়েকদিন  রাজ্যের তাপমাত্রা ছিল উর্ধ্বগামী তাপমাত্রা ৷ পারদ ছোঁয় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোটা ৷ অস্বস্তিকর সূচক পৌঁছায় ৬৫-এর উপরে ৷ ফলে তীব্র অস্বস্তিকর গরমে ছটফট করছিলেন দক্ষিণবঙ্গের মানুষ  ৷ সন্ধে থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ডায়মন্ড হারবারে ৷ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর তাণ্ডব ৷ মাটির ঘর-বাড়ি ক্ষতিগ্রস্তের আশঙ্কা তবে শুধু শহরেই নয়, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও ঝড় বৃষ্টি হতে পারে ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে ৷ বিহার থেকে মণিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ৷ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ৷ তারই জেরে শনিবার ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

  First published: