শহর ও শহরতলিতে চলছে ঝড়-বৃষ্টির দাপট, মৃত ১

Photo : News 18 Bangla

Photo : News 18 Bangla

পূর্বাভাস ছিলই ৷ সেই মত শুরু হল মুশলধারে বৃষ্টি ৷ সঙ্গে ঝড় ৷ কলকাতা ও শহরতলিতে ঝড়-বৃষ্টির দাপট চলছে ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা : পূর্বাভাস ছিলই ৷ সেই মত শুরু হল মুশলধারে বৃষ্টি ৷ সঙ্গে ঝড় ৷ কলকাতা ও শহরতলিতে ঝড়-বৃষ্টির দাপট চলছে ৷ কলকাতার বেশ কিছু এলাকায় শীলা বৃষ্টিও হচ্ছে ৷ সল্টলেক ও রাজারহাট এলাকায় চলছে বৃষ্টির দাপট ৷এছাড়া হাওড়া, হুগলি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছে ৷ নদিয়া, উত্তর ২৪ পরগনায়ও বৃষ্টির একই হাল ৷ মুর্শিদাবাদে বাজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ মুর্শিদাবাদের জলঙ্গিতে মাঠে কাজ করছিলেন শঙ্কর মণ্ডল ৷ সেই সময় বাজ্রাঘাতে তার মৃত্যু হয় ৷

    আরও পড়ুন সই জাল করে ১ লক্ষ ১৮ হাজার টাকা কেটেছে ঋণ প্রদানকারী সংস্থা, অভিযোগ শ্রীলেখা মিত্রের

    বঙ্গোপসাগরে নিম্নচাপের জের ও বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের কারণেই এই ঝড়-বৃষ্টি ৷ এরফলে এক ধাক্কায় প্রায় চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা ৷ কিন্তু বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় ভ্যাপসাভাস অব্যাহত থাকবে বলেই জানাচ্ছে আবহওয়া দফতর ৷

    First published:

    Tags: Rain in bengal, Rain In Kolkata, Weather Forecast, Weather Update