• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ‘কায়ান্ত’ প্রভাবে দিনভর মহানগরে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

‘কায়ান্ত’ প্রভাবে দিনভর মহানগরে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

ঘূর্ণিঝড় ‘কায়ান্ত’ প্রভাবে রাতভর বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজল মহানগর ৷

ঘূর্ণিঝড় ‘কায়ান্ত’ প্রভাবে রাতভর বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজল মহানগর ৷

ঘূর্ণিঝড় ‘কায়ান্ত’ প্রভাবে রাতভর বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজল মহানগর ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: ঘূর্ণিঝড় ‘কায়ান্ত’ প্রভাবে রাতভর বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজল মহানগর ৷ কলকাতা ছাড়াও সমগ্র দক্ষিণবঙ্গেই রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার দিনভর মহানগরে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি ৷

  ঘণ্টায় প্রায় ৪৫ থেকে ৫০ কিমি বেগে অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন কায়ান্ত ৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্ধ্রের নেল্লোর উপকূল ও ওড়িশায় আছড়ে পড়তে চলেছে কায়ান্ত ৷ এর প্রভাবে বঙ্গোপসাগরের উপকূলে জমা হয়েছে প্রচুর জলীয় বাষ্প ৷ তার জেরেই সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ পূর্বাভাস অনুযায়ী বুধবার সারা রাত বৃষ্টি হয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও ৷

  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও সারাদিন দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

  kolkata rain

  একই সঙ্গে আবহাওয়াবিদদের পূর্বাভাস, বৃষ্টি থামলেই খানিকটা নামবে মহানগরের তাপমাত্রা ৷ কালীপুজোর রাত থেকেই হাল্কা শীতের আমেজ টের পাবে দক্ষিণবঙ্গ ৷

  দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কালীপুজোর দিন আবহাওয়ার উন্নতি হবে বলেই মত আবহাওয়াবিদদের ৷ ফলে দিওয়ালির ফানুস, প্রদীপ কিংবা তুবড়ির রোশনাইয়ে বৃষ্টি ঠান্ডা জল ঢালবে না বলেই আশা ৷

  মৌসম ভবন সূত্রে খবর, সমুদ্র ছেড়ে স্থলভূমিতে কায়ান্ত-এর তাণ্ডব চালানোর সম্ভাবনা কম ৷ তবুও এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় করতে প্রস্তুত অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সরকার ৷ একই সঙ্গে ক্ষয়ক্ষতি এড়াতে বিভিন্ন সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷

  First published: