#কলকাতা: এ বছর দুর্গাপুজো, কালীপুজো মায় ভাইফোঁটা পর্যন্ত ভেস্তে দিয়েছে বৃষ্টি ৷ এবার ভিলেন বৃষ্টির পরবর্তী টার্গেট ফুটবল বিশ্বকাপ ৷ আজ বিকেলে যুবভারতীতে বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও ইংল্যান্ড ৷ তার আগেই বৃষ্টিতে ভাসছে কলকাতা ৷ ম্যাচের পরিণতি নিয়ে আশঙ্কায় ফুটবল প্রেমীরা ৷
তবে শহরের আবহাওয়াবিদরা আশ্বস্ত করে জানিয়েছেন, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা কম ৷ স্থানীয় ভাবে বজ্র-গর্ভ মেঘের কারণেই এই বৃষ্টি ৷ একটানা বৃষ্টির সম্ভাবনা কম ৷
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ফের সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। সেইসঙ্গে অসম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে গতকাল রাতে শহরের কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে। আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে ফুটবলপ্রেমীদের স্বস্তি দিয়ে আবহাওয়া দফতরের আশ্বাস, বিকেলের দিকে পরিষ্কার হবে আকাশ। ফলে যুবভারতীতে সেমিফাইনাল ম্যাচ হতে কোনও সমস্যা হবে না।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জেরে বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। যার জেরে দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের ৫ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকালও আকাশ মেঘলা থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
অন্যদিকে, এই বৃষ্টির কারণেই গুয়াহাটি থেকে ম্যাচ সরে এসে আসে যুবভারতীতে ৷ এখন বৃষ্টিতের কারণেই ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত শহরের ফুটবল দর্শক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Brazil, Brazil vs England, FIFA U17 World Cup 2017, Rain Forecast, Weather Update