Home /News /kolkata /
সপ্তাহের মাঝে বৃষ্টির সম্ভাবনা, তাহলে কবে আসছে শীত?

সপ্তাহের মাঝে বৃষ্টির সম্ভাবনা, তাহলে কবে আসছে শীত?

Representational Image

Representational Image

সপ্তাহের মাঝে বৃষ্টির সম্ভাবনা, তাহলে কবে আসছে শীত?

 • Share this:

   #কলকাতা: পুজো পেরিয়ে ক্রিসমাস আসার উপক্রম তাও পিছু ছাড়ছে না বৃষ্টি ৷ নভেম্বরে সোয়েটার মাফলার বার না করে ব্যাগে ছাতা ভরে বেরতে হচ্ছে বাইরে ৷ ফের মহানগর সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর ৷

  বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। তাতে চলতি সপ্তাহের মাঝামাঝি ফের ভাসতে পারে রাজ্য। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷

  হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উপকূলবর্তী জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ৷ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে ভূখন্ডে, এর জেরে নামবে বৃষ্টি ৷ এতে তাপমাত্রা খানিক নামলেও শীত এখন বহু দূর ৷ বৃষ্টির পর তাপমাত্রা দু-এক ডিগ্রি কমে শীতের আমেজ তৈরি হতে পারে। এমনটাই মনে করছে হাওয়া অফিস।

  First published:

  Tags: Kolkata Weather Update, Rain Forecast, Weather Report, Weather Update

  পরবর্তী খবর