#বেলঘরিয়া: ফের প্ল্যাটফর্মে ঘোষণা ছাড়াই ট্রেন ঢুকে পড়ার অভিযোগ ৷ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে পলিটেকনিকের দুই ছাত্র ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের ৷ সোমবার বেলঘরিয়া স্টেশনে এই ঘটনা ঘটায় বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা ৷ এর বেলঘরিয়া স্টেশনে শুরু হয় রেল অবরোধ ৷ অবরোধের জেরে শিয়ালদহ মেন শাখায় আপ ও ডাইনে ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়ে ৷ প্রায় দেড় ঘণ্টা পর ওঠে অবরোধ ৷
এদিন একইসঙ্গে বেলঘরিয়ার ২ ও ৩ নং প্ল্যাটফর্মে ঢুকে পড়ে থ্রু ট্রেন ৷ আচমকা দুই লাইনেই ট্রেন চলে আসায় রেললাইন ধরে পেরতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন পলিটেকনিকের দুই ছাত্র ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় পলিটেকনিক ছাত্র সোহম রায়ের ৷ জখম আরও এক ছাত্র সাগর দত্ত হাসপাতালে ভর্তি ৷ এরপরই ক্রুদ্ধ নিত্যযাত্রীরা অবরোধ শুরু করেন ৷
যাত্রীদের অভিযোগ, ট্রেন আসার আগে কোনও আগাম ঘোষণা করা হয়নি ৷ যার জেরে এই দুর্ঘটনা ৷ যদিও রেলের তরফে এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sealdah, Sealdah Rail Blockade, Train Service Disrupted